সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


অস্ট্রেলিয়া-পাকিস্তান আজ মুখোমুখি


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৩ ১৬:২৫

আপডেট:
১৭ মে ২০২৪ ১৩:৩৩

 


অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের লাল বলের অতীতটা বড্ড বিবর্ণ। ১২ বারের সফরে এখান থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি তারা একবারও। দীর্ঘদিনের ওই অতৃপ্তি ঘোচানোর ব্রত নিয়ে অজিদের বিপক্ষে আরেকটি সিরিজ খেলতে নামছে তারা। পার্থে আজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের প্রথম টেস্ট।


মেলবোর্নে ২৬-৩০ ডিসেম্বর হবে দ্বিতীয় টেস্ট। আর নতুন বছরে ৩-৭ জানুয়ারি সিডনিতে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।
পার্থ টেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগেই একাদশ জানিয়ে দিয়েছে দু্ই দল। এই ম্যাচ দিয়ে পাকিস্তানের হয়ে সাদা পোশাকে অভিষেক হচ্ছে দুই পেসার আমির জামাল ও খুররম শাহজাদের।


এই দুই নবাগতর সঙ্গে পেস আক্রমণে থাকছেন শাহীন শাহ আফ্রিদিও। তবে সফরকারী দলের একাদশে নেই বিশেষজ্ঞ কোনো স্পিনার। পার্থের উইকেট প্রথাগতভাবে পেস সহায়ক বলেই হয়তো এমন সিদ্ধান্ত পাকিস্তান টিম ম্যানেজমেন্টের। এই ম্যাচ দিয়ে অধিনায়কত্বের মিশন শুরু হচ্ছে শান মাসুদের।

পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটাই তাঁর কাছে আসল ব্যাপার, ‘ভালো ক্রিকেটার সব সময় মানিয়ে নিতে পারে। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বড় কোনো পরীক্ষা-নিরীক্ষায় যায়নি অস্ট্রেলিয়া। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা ওভাল টেস্টের দলে একটি পরিবর্তন এনে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল সাজিয়েছে স্বাগতিকরা। স্পিনার টড মার্ফির জায়গায় একাদশে ফিরেছেন নাথান লায়ন।


ব্যাটিংয়ের গোড়াপত্তনে উসমান খাজার সঙ্গী হবেন ডেভিড ওয়ার্নার। তিনি আগেই ঘোষণা দিয়েছেন সিডনিতে এই সিরিজের শেষ ম্যাচটা খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন। এই সংস্করণের বাজে সময়টা পেছনে ফেলে তিনি নিশ্চিত চাইবেন বিদায়ি সিরিজ সাফল্যের আবিরে রাঙিতে নিতে! পুরো সিরিজে তাই ওয়ার্নারের ওপর থাকবে বাড়তি নজর। ওদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের স্লোগান লেখা জুতা পরে খেলতে চেয়ে পার্থ টেস্ট মাঠে গড়ানোর আগে দৃষ্টিটা নিজের দিকে নিয়ে গেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটার উসমান খাজা।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top