সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


সিরিজ জিতল ভারত


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৩ ১৫:০৭

আপডেট:
১৭ মে ২০২৪ ১৭:২০


শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। সঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯৬ রানের বড় সংগ্রহ গড়েছিল তারা। সেই রান তাড়া করতে নেমে এদিনও টনি ডি জোর্জির ব্যাট হেসেছে। কিন্তু তা যথেষ্ট হয়নি প্রোটিয়াদের জন্য।
আর্শদীপ সিংয়ের দারুণ বোলিংয়ে ২১৮ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আর্শদীপ। এদিন ডি জর্জিকে ৮১ রানে ফিরিয়েছেন তিনি। অন্য ওপেনার রিজা হ্যানড্রিকসও তাঁর শিকার।


১৯ রান করে ফেরেন হ্যানড্রিকস। র‌্যাসি ফন ডার ডুসেনও দ্রুত ফিরলে এইডেন মারক্রামকে নিয়ে ইনিংসটা মেরামত করতে চেয়েছিরেন ডি জর্জি। দুজনের ৬৫ রানের জুটি ভাঙে ২৬ তম ওভারে। ৩৬ রান করা মারক্রামকে ফেরান ওয়াশিংটন সুন্দর।

এরপর বড় আর কোন জুটি দাঁড়ায়নি। মারক্রামের পর ডি জর্জিও ইনিংসটাকে খুব বেশি আর টেনে নিয়ে যেতে পারেননি। ওয়াশিংটন ৩৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ওয়ানডে ভারতকে সেই একই ব্যবধানে হারিয়ে সিরিজে ফেরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।


পার্লে আজকের ম্যাচটা তাই অঘোষিত ফাইনাল হয়ে দাঁড়ায়। সেই ম্যাচেই ব্যাটে বলে দাপট দেখিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top