সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


ওয়ানডে ফরম্যাটে লিটনের লজ্জার রেকর্ড


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৩ ১০:২৬

আপডেট:
১৭ মে ২০২৪ ১৭:২৯


চোখ ধাঁধানো ব্যাটিং, যতক্ষণ উইকেটে থাকে সবার নজর আটকে রাখার মতো একেকটা দৃষ্টিনন্দন শট খেলেন তিনি। তার ব্যাটিং কোনো অংশ কোনো বিখ্যাত শিল্পীর কারুকাজ করা শিল্পের চেয়ে কম সুন্দর নয়। টাইগার উইকেট রক্ষক ব্যাটার লিটন দাসের ব্যাটিং কৌশল নিয়ে এমন প্রশংসা করা শুরু করলে হয়তো মহাবিশ্বের অনেক সুন্দর সুন্দর সৃষ্টির সঙ্গেই তুলনা দিতে পারবেন সমর্থকরা। তবে এই ব্যাটারই চলতি বছর গড়েছেন এমন এক রেকর্ড যা হয়তো কোনো ক্রিকেটারই নিজের নামের পাশে দেখতে চাইবেন না।
চলতি বছর বেশ কয়েক বার আলোচনায় আসে লিটন দাস। তবে মাঠে পারফরমের চেয়ে মাঠের বাহিরের বিষয় নিয়ে বেশি আলোচনা হয় তাকে নিয়ে। শুধু আলোচনা না, সমালোচনা বললেও ভুল হবে না। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময় টিম হোটেল থেকে বাংলাদেশি সংবাদকর্মীদের বের করে দিয়েও বেশ সমালোচিত হন তিনি। পরে অবশ্য তার এমন কাজের জন্য দুঃখও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমাও চান এই টাইগার ওপেনার।


গেল পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের মধ্য দিয়ে ২০২৩ সালে এক দিনের ক্রিকেটের ইতিটানে বাংলাদেশ দল। চলতি বছরে ওয়ানডে ফরম্যাটে মোট ২৯ ম্যাচ খেলে ২৮ ইনিংসে ব্যাট করে ২৬.৪ গড়ে করেন ৬৫১ রান। যা তার নামের পাশে বড্ড বেমানান ছিল। চলতি বছরে পাঁচ বার অর্ধশতকের দেখা পেলেও তার ইনিংসে ছিল না কোনো তিন অঙ্কের সংখ্যা। ভারত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৬৬ বল খেলে ৭৬ রান করেন এই ব্যাটার। যা ছিল চলতি বছরে ওয়ানডে ক্রিকেটে তার সর্বোচ্চ সংগ্রহ। সেই সঙ্গে চলতি বছরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে টাইগার সমর্থকদের লিটনের প্রতি ছিল বাড়তি প্রত্যাশা। তবে সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন তিনি। বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ২৮৪ রান আসে এই টাইগার ওপেনারের ব্যাট থেকে।

তবে সবচেয়ে বেশি সমালোচিত যা তা হলো চলতি বছরে লিটন দাসের ‘ডাক’ নিয়ে। আইসিসির পূর্ণ সদস্যের দলের খেলোয়াড়দের মধ্যে পাঁচ ডাক নিয়ে সবার ওপরে অবস্থান করছেন লিটন দাস। টাইগার ওপেনারের পর ৩০ ইনিংস খেলে এই তালিকায় দুই নম্বরে অবস্থান করছে লঙ্কান ক্রিকেটার কুসল মেন্ডিস এবং ১০ ইনিংস খেলে তিন ডাক নিয়ে এই তালিকায় তিন নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের খেলোয়াড় ম্যাট হেনরি এবং চার নম্বরে অবস্থান করছেন আরেক কিউই ব্যাটার ফিন অ্যালেন। ১১ ইনিংস ব্যাট করে তিন বার শূন্য রানে আউট হন তিনি। এই তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছেন আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ওয়াল্লালাগে। ১১ ইনিংস ব্যাট করে তিন বার আউট হন রানের খাতা খোলার আগে এবং সাজঘরে ফিরেন এই লঙ্কান ক্রিকেটার। এর আগে ২০২২ সালে ওয়ানডেতে ১৩ ইনিংস ব্যাট করে চার হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরিতে ৫২.৪৫ গড়ে করেন ৫৭৭ রান। সর্বশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচ খেলে করেন মাত্র ২৯ রান।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top