সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


বিদায়ী টেস্টের আগে চুরি গেল ওয়ার্নারের ব্যাগি গ্রিন


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৪ ১৭:০৬

আপডেট:
১৭ মে ২০২৪ ১৮:০৩

টেস্ট ক্রিকেটকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ডেভিড ওয়ার্নার। সিডনি টেস্টেই সাদা পোষাকে শেষবার খেলবেন তিনি। শেষবার মাথায় চাপাবেন মর্যাদার স্মারক ব্যাগি গ্রিন। অথচ বিদায়ী টেস্টে নামার আগে চুরি হয়ে গেছে ওয়ার্নারের ‘ব্যাগি গ্রিন।’


আগামীকাল বুধবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সিডনিতে গড়াবে খেলা। যা ডেভিড ওয়ার্নারের শেষ টেস্টও বটে। তবে এর আগে দুঃসংবাদ পেলেন এই অজি তারকা। বিমানবন্দর থেকে ব্যাকপ্যাক গায়েব তার।

 

দ্বিতীয় টেস্টের পর মেলবোর্ন থেকে কান্টাস এয়ারলাইনসের মালবাহীতে সিডনিতে পাঠানো হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ব্যাগ। সেখান থেকে কোয়ে ওয়েস্ট হোটেলে পাঠানো হয় পুরো অস্ট্রেলিয়া দলের ব্যাকপ্যাক। হোটেলে এসে সতীর্থরা নিজেদের সবকিছু খুঁজে পেলেও নিজের ব্যাকপ্যাক পাননি ওয়ার্নার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টা নিশ্চিত করেছেন এই বাঁহাতি ওপেনার। তিনি লিখেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু দুর্ভাগ্যবশত আমার লাগেজ থেকে ব্যাকপ্যাকটি নিয়ে গেছে। যেখানে আমার মেয়েদের উপহার ও ব্যাগি গ্রিন ছিল। যার সাথে আমার আবেগ জড়িত। এটা আমি ফিরে পেতে চাই।’

ব্যাগি গ্রিন ফিরে পাবার বদলে ওয়ার্নার নিজে থেকে অন্য একটি ব্যাকপ্যাক তাকে উপহার হিসেবে দিবেন বলেও জানান সেই পোস্টে। ওয়ার্নার তার ক্রিকেট ঐতিহ্যের প্রতিকটি ফিরে পেতে কতটা মরিয়া, তা প্রকাশ পায় সেখানে।


তিনি লিখেন, ‘আপনি যদি সত্যিই সেই ব্যাকপ্যাকটি চান তবে আমার কাছে অতিরিক্ত একটা আছে, আপনি সমস্যায় পড়বেন না। অনুগ্রহ করে আমার সামাজিক মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া বা আমার সাথে যোগাযোগ করুন। আপনি যদি আমার ব্যাগি গ্রিন ফিরিয়ে দেন তাহলে আপনাকে এটি খুশিমনে দেব।’

মূলত টেস্ট অভিষেকের দিন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যে টুপি বা ক্যাপ পেয়ে থাকেন, তাই ব্যাগি গ্রিন নামে পরিচিত। যা অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐতিহ্যের একটা বড় অংশ। ক্রিকেটাররা এই ব্যাগি গ্রিনকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। যা তাদের কাছে অমূল্য।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top