সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


ব্রাজিলকে বিদায় করে অলিম্পিকে আর্জেন্টিনা


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১১

আপডেট:
১৭ মে ২০২৪ ১৫:১৯


দুই দলের সামনেই সমীকরণ ছিল পরিষ্কার। ব্রাজিলের দরকার ছিল স্রেফ ড্র, আর আর্জেন্টিনার জয়ের বিকল্প ছিল না। এমন ম্যাচেই কিনা হেরে বসেছে ব্রাজিল। জাতীয় দলের মতো অলিম্পিক দলও নিজেদের হারিয়ে খুঁজছে।


আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে অলিম্পিকের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ব্রাজিল। আর দারুণ এই জয়ে আর্জেন্টিনা পৌঁছে গেছে মূল আসরে। ম্যাচের ৭৭ মিনিটে একমাত্র গোলটি করেছে লুসিয়ানো গোন্দু।

গত চার অলিম্পিকেই পদক জিতেছে ব্রাজিল।

সবশেষ দুই আসরের সোনা জয়ী দলও তারা। কিন্তু সেই দলকেই কিনা দেখা যাবে না প্যারিস অলিম্পিকে। ২০০৪ সালের পর এবারই প্রথম অলিম্পিকে খেলতে পারছে না ব্রাজিল।
বাছাইয়ের চূড়ান্ত পর্বে প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে আর্জেন্টিনা।


এতে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় তাদের। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে হাভিয়ের মাসচেরানোর দল। এর আগে অলিম্পিকে দুইবার সোনা জিতেছে আর্জেন্টিনা, ২০০৪ এবং ২০০৮ সালে।
বাছাই পর্ব অনূর্ধ্ব-২৩ পর্যায়ের হলেও মূল আসরে তিনজন সিনিয়র খেলোয়াড় খেলতে পারবে। সেখানে আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে।


টুর্নামেন্টের জৌলুস বাড়াতে মেসিকে খেলানোও হতে পারে। এ ব্যাপারে মাসচেরানো বলেছেন,'লিওর সাথে আমার সম্পর্ক কেমন সেটা সবাই জানে এবং আমাদের সঙ্গে যোগ দিতে তাঁর জন্য দরজা খোলা আছে। এটা তাঁর ওপর নির্ভর করছে।'
লাতিন অঞ্চল থেকে আর্জেন্টিনার সঙ্গে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে প্যারাগুয়ে। আগামী ২৬ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top