সিডনী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১


বড় জয়ের পথে ইংল্যান্ড


প্রকাশিত:
১২ জুলাই ২০২৪ ১৭:৩১

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪৮

 

বিদায়ী টেস্ট বড় জয় উপহার পেতে চলেছেন জেমস আন্ডারসন। লর্ডস টেস্টে একচেটিয়া আধিপত্য চলছে ইংলিশদের। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানেই হারাতে চলেছেন স্বাগতিকেরা। তৃতীয় দিনেই শেষ হতে পারে খেলা।

লর্ডসে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে ১৭১ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৭৯ রান। যেখানে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৩৭১ রান।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান লর্ডস টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন জেমস আন্ডারসন। ফলে ইংলিশদের জন্যে টেস্টটা হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। বিদায়ী টেস্টে আন্ডারসনকে ভালো কিছু উপহার দিতে চায় তারা।


সেই লক্ষ্যে ক্যারিবীয়দের চেপে ধরেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ১২১ রানে গুটিয়ে দেয় সফরকারীদের। ৪৫ রানে ৭ উইকেট নেন অভিষিক্ত গাস অ্যাটকিনসন। একটা উইকেট পান আন্ডারসন।

জবাবে ৩ উইকেটে ১৮৯ রান তুলে প্রথম দিন শেষ করে ইংলিশরা। দ্বিতীয় দিনে যা ৩৭১ পর্যন্ত পৌঁছান জো রুট, হ্যারি ব্রুক ও জেমস স্মিথ মিলে৷ তিনজনেই স্পর্শ করেন ফিফটি। রুট ৬৮, ব্রুক ৫০ ও ৭০ রানের ইনিংস খেলেন স্মিথ।

অধিনায়ক স্টোকসের ব্যাটে আসে ৪ রান। ওকসের ব্যাটে আসে ২৩। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৭৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন জেইডন সিলস। ২টি করে উইকেট জেসন হোল্ডার ও মোতি।


২৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি।
সর্বোচ্চ ২২ রান আসে অলিক অ্যাথানেজের ব্যাটে। বাকিরা বিদায় নেন, ২০ রান করেন জেসন হোল্ডার
ব্রাথওয়েট (৪), মিকাইল লুইস (১৪), কার্ক ম্যাককেঞ্জি (০) ও কাভেম হজ করেন ৪ রান।

ওয়েস্ট ইন্ডিজকে কোণঠাসা করে ফেলতে ২টি করে উইকেট নিয়েছেন ইংল্যান্ডের তিন পেসার অ্যান্ডারসন, বেন স্টোকস ও অ্যাটকিনসন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top