সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


ক্যারিবিয়ান কিংবদন্তী গর্ডন গ্রিনিজকে সংবর্ধনা দিলো বিসিবি


প্রকাশিত:
১৫ মে ২০১৮ ০০:০৩

আপডেট:
১৭ মে ২০২৪ ১৮:০৩

ক্যারিবিয়ান কিংবদন্তী গর্ডন গ্রিনিজকে সংবর্ধনা দিলো বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ক্যারিবিয়ান কিংবদন্তী গর্ডন গ্রিনিজকে সংবর্ধনা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এসময় উপস্থিত ছিলো ১৯৯৭ আইসিসি ট্রফি ও ১৯৯৯ বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের সদস্যরাও। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে এমন সম্মান পেয়ে মুগ্ধ গ্রিনিজ। শুধু একজন কোচই না ছিলেন গর্ডন গ্রিনিজ ছিলেন বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক। তাকে কাছে পেয়ে স্মৃতিচারণ করেন তার এক সময়ের শিষ্য আকরাম-নান্নুরা।



 কোনো মহাতারকা নন তিনি। কিন্তু রাজধানীর অভিজাত হোটেলে পা রাখতেই ক্যামেরার ফ্ল্যাশের আলোয় হলেন আলোকিত। এমনটাই তো হবার কথা। কারণ এই আয়োজনের মধ্যমণি তিনিই। যেই ক্রিকেট আজ কোটি বাঙ্গালীর গর্ব, আবেগের সমার্থক সেই ক্রিকেটে বাংলাদেশ প্রথম বড় অর্জন এসেছিল তার হাত ধরেই। বার্বাডোজে জন্ম-বেড়ে ওঠা হলেও তিনি বাংলাদেশের নাগরিক গর্ডন গ্রিনিজ।



১৯৯৭ আইসিসি ট্রফি, ১৯৯৯ বিশ্বকাপ। সেই সময়েই বীজ বপন হয় ক্রিকেট মানচিত্রে আজকের বাংলাদেশের। তবে এই দুই আসরের কোচ গ্রিনিজের বিদায়টা ছিলো না সুখকর। তবে সেই সব মনে পুষে রাখেননি বাংলাদেশের সাবেক কোচ। তার সম্মানে বিসিবি'র আয়োজনে রীতিমত মুগ্ধ। বাংলাদেশ এখনো তার মনের কতটা স্থান নিয়ে আছে তা ফুটে ওঠে তার কথাতেই।



'প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। খুবই সম্মানিত বোধ করছি। বাংলাদেশের খেলা সবসময়ই ফলো করি। আসলে যখনই বাংলাদেশ দলকে খেলতে দেখি অনেক স্মৃতি মনে পড়ে। ওদের উত্থানটা অবধারিতই ছিলো। বিশেষ কারো নাম বলতে চাই না। দল হিসেবে ভালো করাটাই মুখ্য। বিশ্ব-ক্রিকেটে পারফর্ম করাটা সহজ নয় কিন্তু সবখানেই বাংলাদেশের উন্নতির ছাপ স্পষ্ট।' বলছিলেন

গর্ডন গ্রিনিজ।



এক ছাদের নিচে বসে সাবেক বর্তমান ক্রিকেট তারকাদের মিলনমেলা। ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ী দল ও ১৯৯৯ বিশ্বকাপে খেলা বাংলাদেশ দলকে কোচসহ দেয়া হয় সংবর্ধনা। প্রিয় কোচকে কাছে পেয়ে, স্মৃতিচারণে সবাই ফিরে যান অতীতে।



বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, 'ওকে সবাই বলে কোচ তবে ও কিন্তু আসলে আমাদের দলের কোচ ছিলো না, আমাদের অভিভাবক ছিলো। অনেক কথা মনে পড়ছে। ওর সঙ্গে আলাপ করেও অনেক ভালো লাগছে।'বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'বাংলাদেশ ক্রিকেট যে জায়গায় এসেছে, এর পেছনে অবদানের জন্য যে কয়েকজনের নাম না নিলেই হয় না তাদের মধ্যে তো গর্ডন গ্রিনিজের নাম অবশ্যই আসবে।'



অনুষ্ঠানে গর্ডন গ্রিনিজকে বাংলাদেশ দলের জার্সি তুলে দেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। সঙ্গে বার্বাডোজে তার ফাউন্ডেশনের জন্য বিসিবি থেকে দেয়া হয় আর্থিক অনুদান। তবে এসবই উপলক্ষ মাত্র। বিসিবির এই আয়োজন সুযোগ করে দেয় সাবেক গুরু শিষ্যদের আবারো এক হতে। সঙ্গে টাইগার ক্রিকেটের দীপ্ত পথচলায় শুভকামনাও জানান বাংলাদেশের ক্রিকেটের বন্ধু গর্ডন গ্রিনিজ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top