সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


রুশ মেয়ে পটানোর উপায় দিয়ে বিপাকে আর্জেন্টিনা


প্রকাশিত:
১৭ মে ২০১৮ ০০:৪৮

আপডেট:
১৭ মে ২০২৪ ১৬:৩১

রুশ মেয়ে পটানোর উপায় দিয়ে বিপাকে আর্জেন্টিনা

রাশিয়ায় বিশ্বকাপে রুশ মেয়েদের পটানোর বুদ্ধি দিয়ে বিপাকে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনা থেকে যেসব সাংবাদিক যাচ্ছেন তাদের হাতে যে ম্যানুয়াল বই দেয়া হয়েছে, তার একটি চ্যাপ্টারে লেখা রয়েছে ‘ রুশ নারীদের কীভাবে পটাতে হবে’- আর এই পরিচ্ছেদ নিয়েই তাদের কড়া বিপাকে পড়েছে মেসির দেশের ফুটবল সংস্থা।



ম্যানুয়ালে সাংবাদিকদের পরামর্শ দেয়া হয়েছে রুশ নারীদের মনোরঞ্জন করতে হলে ‘নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার শরীর সুগন্ধী রাখবেন এবং ভালো জামাকাপড় পরবেন।’



এতে নারীদের সঙ্গে তাদের এমন আচরণ করতে পরামর্শ দেয়া হয়েছে যাতে তারা মনে করেন ‘তাদেরও একটা দাম আছে’।



পুস্তিকার এই পরামর্শ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই পরিচ্ছেদটি সেখান থেকে সরিয়ে নিয়েছে।



বইতে দেয়া পরামর্শের চ্যাপ্টারটি আট ভাগে ভাগ করা ছিল এবং এতে সরাসরি কী করতে হবে তা বলা হয়েছিল। নির্দেশিকার শুরুতেই বলা হয়েছিল, ‘রুশ মেয়েরা সুন্দরী, তাই বহু পুরুষ তাদের সঙ্গে শুতে চায়। হয়তো তারাও সেটা চায়, কিন্তু মনে রাখবেন তারাও মানুষ- তারাও গুরুত্ব চায়- তারা বিশেষ কেউ সেটা ভাবতে চায়।’



পুস্তিকায় আরো লেখা হয়, ‘তাদের কাছে যৌনতা নিয়ে বোকার মত প্রশ্ন করবেন না। যৌন সম্পর্ককে তারা একান্ত ব্যক্তিগত মনে করে এবং এটা নিয়ে সবার সামনে আলোচনা পছন্দ করে না।’



এএফএ-র সূত্র থেকে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে বিতর্কিত চ্যাপ্টারটি ইন্টারনেটের ব্লগ থেকে সরিয়ে নেয়া হয়েছে। ম্যানুয়াল বা নির্দেশিকায় এই চ্যাপ্টারটি অন্তর্ভূক্ত করা হয়েছিল কার সিদ্ধান্তে তা এখনো স্পষ্ট জানা যায় নি।



আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে কয়েক মাস আগেই বিশাল এক নারী সমাবেশ হয়েছিল যেটি ছিল লাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় নারী সমাবেশ এবং সেখানে নারীদের প্রতি চরম বৈষম্যের বিরুদ্ধে এবং নারীদের ওপর নির্যাতনের অবসান দাবি করে বিক্ষোভ হয়েছিল। তার কয়েক মাসের মধ্যেই রুশ নারীদে মনোরঞ্জনের পরামর্শ সম্বলিত এই নির্দেশিকা বের হল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top