সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


এক মহারানী এবং দশ রাজা


প্রকাশিত:
৩১ মে ২০১৯ ০৪:৫৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৭:৫৫

এক মহারানী এবং  দশ রাজা

বাইশ গজের লড়াই শুরু হওয়ার আগে বাকিংহাম প্যালেসে বেজে গেল বিশ্বকাপ-বাজনা। এক মঞ্চে দেখা গেল দশ অধিনায়ককে।



বিশ্বকাপ উদ্বোধনের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে প্রবেশ করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। যে ট্রফির জন্য আগামী দেড় মাস ধরে চলবে দশ দেশের লড়াই।



বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ম্যাচ দিয়ে। তার আগে বুধবার রাতে হল উদ্বোধন অনুষ্ঠান। যার অংশ হিসেবে বাকিংহাম প্যালেসে যান মাশরাফিরা। সেখানে রানি দ্বিতীয় এলিজ়াবেথ এবং প্রিন্স হ্যারি দেখা করেন অধিনায়কদের সঙ্গে। দশ অধিনায়কের সঙ্গে এক ফ্রেমে বন্দি হন রানী। সবার সঙ্গে কুশল বিনিময়ও করেন।





বাকিংহাম প্যালেসের কাছেই মলে চলে মূল উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে মঞ্চে উঠে আসেন অধিনায়কেরা। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন স্যার ভিভ রিচার্ডস, জ্যাক ক্যালিস, কেভিন পিটারসেন, অ্যান্ড্রু ফ্লিনটফ, আব্দুর রাজ্জাকের মতো তারকারা। অলরাউন্ডার ক্যালিস নিজের দল সম্পর্কে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা এবার ফেভারিটদের মধ্যে পড়ছে না। সেটা কিন্তু সুবিধার। চাপমুক্ত হয়ে খেলবে ফ্যাফ ডু প্লেসিরা।’



পিটারসেন মুগ্ধ ইংল্যান্ডের ভয়ডরহীন ক্রিকেটে। কেপি বলেছেন, ‘ব্যর্থতার ভয় না থাকলে অবিশ্বাস্য সব পারফরম্যান্স করা যায়।’ ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের প্রশংসা করে কেপি বলেছেন, ‘মরগান খুবই ঠান্ডা মাথার অধিনায়ক। ওর প্রতি সতীর্থদের পুরো সমর্থন আছে।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top