সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


রেকর্ডের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল দ্বাদশ বিশ্বকাপের মাঠের লড়াই


প্রকাশিত:
৩১ মে ২০১৯ ০৫:২৬

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৬:২৭

রেকর্ডের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল দ্বাদশ বিশ্বকাপের মাঠের লড়াই

বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার লন্ডনের বিখ্যাত ওভালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড। টস জিতে ফিল্ডিং নিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন লেগ স্পিনার ইমরান তাহির। তাতে তাহির গড়েছেন অনন্য রেকর্ড। কোনো বিশ্বকাপের প্রথম বল করা প্রথম স্পিনার যে তিনিই!



সেখানেই থামেননি তাহির। ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো বোলিং ওপেন করতে আসা ৪০ বছর বয়সি স্পিনার দ্বিতীয় বলেই নিয়েছেন উইকেট। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটকিপারকে ক্যাচ দেন জনি বেয়ারস্টো। গোল্ডেন ডাক মেরে ফেরেন ইংলিশ ওপেনার।

 





রেকর্ড গড়েছেন বেয়ারস্টোও। তবে রেকর্ডটা নিশ্চয় তিনি চাননি। কোনো বিশ্বকাপের প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মারা প্রথম ওপেনার যে তিনিই! কোনো বিশ্বকাপে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নামার পর গোল্ডেন ডাক মারা প্রথম ইংলিশ ওপেনারও তিনি।



এই মাঠেই ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই গোল্ডেন ডাক মেরেছিলেন প্রাক্তন ইংলিশ ওপেনার অ্যালেক স্টুয়ার্ট। তবে সেবার ইংল্যান্ড ব্যাট করতে নেমেছিল লক্ষ্য তাড়ায়। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top