সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


স্টার্কের বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার ২য় জয়


প্রকাশিত:
৭ জুন ২০১৯ ১৬:৫২

আপডেট:
২ মে ২০২৪ ১৬:৪৭

স্টার্কের বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার ২য় জয়

বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের দ্বাদশ ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়েছে অসিরা। পাঁচ উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেন পেসার মিচেল স্টার্ক। 



জয়ের জন্য ২৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৭ ও ব্যক্তিগত ১ রানে পেসার প্যাট কামিন্সের শিকার হয়ে ওপেনার এভিন লুইস বিদায় নিলে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিছুক্ষণ পর ক্যারিবিয় শিবিরে আঘাত হানেন আরেক পেসার মিচেল স্টার্ক। আউট করেন ইন ফর্ম ব্যাটসম্যান ক্রিস গেইলকে। তিনি করেন ২১ রান। এমন অবস্থায় শক্ত হাতে দলের হাল ধরেন শাই হোপ ও নিকোলাস পুরান।



তৃতীয় উইকেট জুটিতে হোপ-পুরান ৬৮ রান তুলে বিচ্ছিন্ন হন। ৪০ রান করে স্পিনার এডাম জম্পার শিকার হন পুরান। তার বিদায়ের পর ক্রিজে আসেন আরেক ইন ফর্ম ব্যাটসম্যান শিমরোন হেটমায়ার। চতুর্থ উইকেট জুটিতে হোপ-হেটমায়ার ৪৯ বলে ৫০ রান যোগ করেন। তবে দুর্ভাগ্যজনকভাবে হেটমায়ার রান আউটের ফাঁদে পড়লে কিছুটা চাপে পড়ে যায় ক্যারিবিয়রা। তবে এক প্রান্ত আগলে রাখেন হোপ। ৩৬তম ওভারের শেষ বলে হোপ কামিন্সের দ্বিতীয় শিকারে পরিণত হলে দলীয় ১৯০ রানে পঞ্চম উইকেট হারায় জেসন হোল্ডারের দলটি। ১৫ রান করে স্টার্কের দ্বিতীয় শিকার হন রাসেল। এরপর হোল্ডারের সঙ্গে জুটি বাধেন ক্রেইগ ব্র্যাথওয়েট। জুটিতে ৩৮ বলে ৩৬ রান তোলার পর ১৭ বলে ১৬ রান করা ব্র্যাথওয়েট শিকার হন স্টার্কের। এ ওভারেই শেষ বলে ৫১ রান করা হোল্ডারকে জাম্পার ক্যাচ বানিয়ে বিদায় করেন তিনি। নিশ্চিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের পরাজয়। শেষ দিকে এ্যাশলে নার্স ১৮ বলে ১৯ রানে ও ওশানে থমাস শুন্য রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজ থামে ২৭৩ রানে। 



স্টার্কের পাঁচ উইকেট ছাড়া আরেক পেসার কামিন্স শিকার করেন দুই উইকেট।



এর আগে স্টিভ স্মিথ ও নাথান কালটার নাইলের ব্যাটিং নৈপুন্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮৮ রান করে অস্ট্রেলিয়া।



সাউদাম্পটনে টস হেরে ব্যাটিং করতে নেমেই মহা বিপদে পড়ে অজিরা। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিয়ংয়ের সামনে যেন দাঁড়াতেই পারছিলনা অস্ট্রেলিযা ব্যাটসম্যানরা। টপ অর্ডারের ব্যাটসম্যান পরোপুরি ব্যর্থ হলে ৭৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে এ্যারন ফিঞ্চের দল। তবে মিডল অর্ডারে অবিচল ছিলেন স্টিভ স্মিথ। দলীয় ২৪৯ এবং ব্যক্তিগত ৭৩ রানে আউট হন তিনি। তবে স্মিথ আউট হলেও মারমুখি মেজাজে ব্যাট করতে থাকেন কালটার নাইল। ৯২ রানে কার্লোস ব্র্যাথওয়েটের শিকার হন তিনি। 



তিন উইকেট শিকার করেন ব্র্যাথওয়েট। এছাড়া দুইটি করে উইকেট নেন থমাস, শেলডন কট্রেল ও আন্দ্রে রাসেল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top