সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার বিদায়


প্রকাশিত:
২৪ জুন ২০১৯ ১৮:৩২

আপডেট:
২০ মে ২০২৪ ১৬:৫২

বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার বিদায়

হারিস সোহেলের ব্যাটে ভর করে বড় পুঁজি গড়েছিল পাকিস্তান। এরপর বল হাতে জ্বলে উঠলেন শাদাব খান, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির। বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা টিকিয়ে রাখার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাই দুর্দান্ত জয়ই তুলে নেয় পাকিস্তান। এশিয়ার দলটির ৪৯ রানের জয়ে লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো প্রোটিয়াদের।



রোববার লর্ডসে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩০৮ রানের পুঁজি গড়ে পাকিস্তান। জবাবে ৯ উইকেটে ২৫৯ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস।



পাকিস্তানের দেওয়া ৩০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। আক্রমণে এসেই ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে হাশিম আমলাকে ফিরিয়ে দেন মোহাম্মদ আমির। তবে কুইন্টন ডি কক ও ফ্যাফ দু প্লেসির ব্যাটে শুরু এই ধাক্কা কাটিয়ে উঠে প্রোটিয়ারা। দুজন দ্বিতীয় উইকেটে গড়লেন ৮৭ রানের জুটি।



ম্যাচটা পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এমন যখন মনে হচ্ছিল, তখনই দৃশ্যপটে এলেন শাদাব। থিতু হয়ে যাওয়া কুইন্টন ডি কককে ফিরিয়ে জুটি ভাঙলেন। ৬০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৭ রান করেন ডি কক। এরপর শাদাব তুলে নেন ৭ রান করা আইডেন মারকরামকেও।



প্রোটিয়া অধিনায়ক ফ্যা দু প্লেসি ও রাসি ফন দার ডুসেন চতুর্থ উইকেটে ৩৩ রান যোগ করেন। ৬৩ রান করা দু প্লেসিকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন আমির। থিতু হয়ে যাওয়া ফন দার ডুসেনকেও শাবাদ ফিরিয়ে দিলে পাকিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভালোভাবেই।



ডেভিড মিলার ছিলেন। কিন্তু ৩১ রানেই ফিরেছেন তিনি। আন্দিলে ফেলুকওয়ায়ো এক প্রান্তে লড়ে গেছেন। তবে তার অপরাজিত ৪৬ রান জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ দিকে টানা তিন ওভারে একটি করে উইকেট নিয়েছেন ওয়াহাব। তাতে প্রোটিয়াদের লেজের ব্যাটসম্যানরা ছিলেন আশা যাওয়ায়।



শাবাদ ও ওয়াহাব সর্বাধিক ৩টি করে উইকেট পেয়েছেন। আমির পেয়েছেন ২ উইকেট।



এর আগে প্রথমে ব্যাট করে উদ্বোধনী জুটিতে ফখর জামান ও ইমাম-উল-হক যোগ করেন ৮১ রান। ৪৪ রান করা ফখরকে ফিরিয়ে জুটি ভাঙেন ইমরান তাহির। এরপর তিনি ফিফটি বঞ্চিত করেছেন ইমামকেও। ৪৪ রান করে তাহিরের বলে কট অ্যান্ড বোল্ট হন ইমাম।



বাবর আজম ও মোহাম্মদ হাফিজ তৃতীয় উইকেটে জমে গিয়েছিলেন। কিন্তু ২০ রান করে আইডেন মারকরামের শিকার হয়েছেন হাফিজ। ফলে বাবরের সঙ্গে তার ৪৫ জুটির অবসান হয়। ১৪৩ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।



এরপর বাবর ও হারিস মিলে যোগ করেন ৮১ রান। বাবরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আন্দিলে ফেলুকওয়ায়ো। ৮০ বলে ৭ চারে ৬৯ রান করেন বাবর।



তবে হারিস উইকেটে থাকলেন অবিচল। পাঁচ নম্বরে ইমাদ ওয়াসিমকে নিয়ে যোগ করছেন ৭১ রান। ১৫ বলে ৩ চারে ২৩ রান করেছেন ইমাদ। আর হারিস শেষ ওভারে কাটা পড়ার আগে ৯ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান।



দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিদি সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন ইমরান তাহির।



ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের হারিস সোহেল। ৬ ম্যাচে ৫ পয়েন্ট এখন দলটির অবস্থান সপ্তম। এদিনের জয়ে সেমিফাইনাল খেলার আশা বেঁচে রাইল দলটি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top