সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


ক্রিকেটারদের খেলা বন্ধের সিদ্ধান্ত ষড়যন্ত্রমূলক: বিসিবি সভাপতি


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০১৯ ০৩:১২

আপডেট:
১১ মে ২০২৪ ২২:০৭

ক্রিকেটারদের খেলা বন্ধের সিদ্ধান্ত ষড়যন্ত্রমূলক: বিসিবি সভাপতি

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: ক্রিকেটারদের খেলা বন্ধ করা বা ১১ দফা দাবির পেছনে ষড়যন্ত্র দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ওদের দাবিগুলো আমাদের না জানিয়ে খেলা বন্ধ করে দিয়েছে, এটা ভাবা যায় না। এভাবে কেউ খেলা বন্ধ করে দেবে? এসবের পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। বিসিবি নিয়ে কিছু বললে বলুক, কিন্তু খেলা বন্ধ করে দেবে? আমার দৃঢ় বিশ্বাস বেশির ভাগ খেলোয়াড় জানে না আসল পরিকল্পনা কী? হয়তো দুই-একজন এটা জানে। সবকিছু বের হয়ে আসবে। অপেক্ষা করুন। এছাড়া এ ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।



বিষয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) বোর্ড সভা শেষে মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করেছে বিসিবি। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, টাকার জন্য ক্রিকেটাররা খেলা বন্ধ করে দেবে, এটা ভাবতেও পারছি না।



ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ক্রিকেটারদের কিছু বলার থাকলে আমাদের কাছে এসে বলবে। কিন্তু মিডিয়ার কাছে কেন। তিনি অবাক হয়ে প্রশ্ন করেন, 'কোন খেলোয়াড় বলতে পারবে তারা দাবি করেছে আর আমরা সেটা দেইনি। তাদের (জাতীয় দল) ২৪ কোটি টাকা বোনাস দিয়েছি। টাকার জন্য তারা খেলা বন্ধ করে দেবে বিশ্বাস করছে পারছি না। তাদের আচরণ অপ্রত্যাশিত-অবিশ্বাস্য।'



তিনি আরও যোগ করেন, ‘ওদের যদি কিছু বলার থাকে, তাহলে তো বলার কথাই আমাকে। ওদের বেতন বাড়িয়েছি। বিশ্বকাপের পর ২৪ কোটি টাকা বোনাস দিয়েছি। টাকার জন্য তারা খেলা বন্ধ করে দেবে? ওদের সুবিধা বাড়ানো ছাড়া তো কিছু করিনি। কিন্তু টকশো মিডিয়ার খবরে মনে হয়েছে ওদের আমরা শেষ করে ফেলেছি। এতো সম্পর্ক থাকার পরেও আমাদের কিছু বললো না কেন। এটা পূর্বপরিকল্পিত।



ক্রিকেটারদের খেলা বয়কট প্রসঙ্গে পাপন বলেন, ‘আমি বুঝতে পারছিনা দাবিগুলোর সঙ্গে খেলা বন্ধ করার কী সম্পর্ক। তোমরা যদি না খেলা তাহলে লাভটা কী? কারো বক্তব্য থাকলে আসনু আমরা কথা বলি। আমি আপনাদের কাছে সময় চাইছি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top