সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


রাতে টি-টুয়েন্টির হাজারতম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ


প্রকাশিত:
৪ নভেম্বর ২০১৯ ০৪:১৩

আপডেট:
১৩ মে ২০২৪ ০৭:১৭

রাতে টি-টুয়েন্টির হাজারতম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে ইতিহাসের অংশ হতে যাচ্ছে বাংলাদেশ। আজ (রোববার) ভারতের বিপক্ষে খেলতে নামলেই দারুণ এক মাইলফলকে জড়িয়ে যাবে টাইগারদের নাম। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ ভারত, যে ম্যাচটি ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের ১০০০তম ম্যাচ।



টি-২০ ফরম্যাটের ৯৯৯তম ম্যাচে কোন ফল হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ ওভারে উইকেট হারিয়ে ১০৭ রান তোলে পাকিস্তান। প্রথমবার টি-২০ ফরম্যাটে দলকে নেতৃত্ব দিতে নামা বাবর আযম ওপেন করতে নেমে খেলেন ৫৯ রানের হার না মানা ইনিংস। জবাব দিতে নামা অস্ট্রেলিয়া . ওভারে কোন উইকেট না হারিয়ে ৪১ রান তুলতেই বৃষ্টি নামে। ম্যাচও চলে যায় বৃষ্টির পেটে।



তার আগে স্থানীয় সময় দুপুর দুইটায় ৯৯৮তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ওই ম্যাচে কিউইরা ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ২১ রানের জয় তুলে নিয়েছে। প্রথমে ব্যাট করে ব্লাক ক্যাপসরা ১৭৮ রান করে। জবাব দিতে নামা ইংল্যান্ড এক বল হাতে থাকতে ১৫৫ রানে অলআউট হয়। আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটের ৯৯৮ ৯৯৯ তম ম্যাচটি হয়েছে আধ ঘণ্টার ব্যবধানে।



রোববার দিল্লির ফিরোজ শাহ কোটলায় এক হাজারতম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ এবং ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি মাঠে গড়াবে। নিয়ে ১৪ বছর পা রাখা টি-২০ ফরম্যাট ছুঁতে যাচ্ছে দারুণ এক মাইলফলক। আর তাতে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশের নাম।



মুখোমুখি লড়াইয়ে ভারতের সঙ্গে - ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নামছে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে একই প্রতিপক্ষের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীরা এখনো গেরো খুলতে পারেনি।



তবুও এশিয়ার দুটি দেশ যখন মাঠে নামে, তখন উত্তেজনা থাকে চরমে। ভারতের বিপক্ষে বাংলাদেশ যে আটটি ম্যাচ খেলেছে এর মধ্যে তিনটি অনুষ্ঠিত হয়েছে ঢাকায়, তিনটি হয়েছে কলম্বোতে, একটি হয়েছে বেঙ্গালুরুতে একটি নটিংহামে।



এবার প্রথমবারের মতো ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে সফরকারীরা। হয়তো এই সিরিজ দিয়েই নতুন দিনের সূচনা হবে! এমন প্রত্যাশা ক্রিকেট ভক্তদের।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top