সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


২৪শে এপ্রিল শুক্রবার থেকে অস্ট্রেলিয়ায় রমজান মাস শুরুঃ প্রধানমন্ত্রী স্কট মরিসনের শুভেচ্ছাবাণী


প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২০ ২৩:২৯

আপডেট:
২৪ এপ্রিল ২০২০ ০০:০৫

 অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

 

২৪ এপ্রিল ২০২০ শুক্রবার হতে অস্ট্রেলিয়ায় রমজান মাসের সূচনা হচ্ছে। চলমান ১৪৪১ হিজরী সালের শা'বান মাসের ৩০তম দিন শেষে পবিত্র মাহে রমজানের প্রথম দিনটি হলো আগামীকাল। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য বছরের সবচেয়ে পবিত্রতম সময় এই মাসটি। রমজান হলো পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার মাস, আল্লাহ তায়ালার নৈকট্য অর্জন করার মাস, রহমত-বরকত ও নাজাতের মাস। সর্বোপরি মাসব্যাপী সিয়াম সাধনার এক বিশেষ সময় হলো এই মাসটি।

অস্ট্রেলিয়ায় মুসলিম ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের সর্ববৃহৎ সংগঠন এক বিবৃতিতে শুক্রবার থেকে রমজান মাসের প্রারম্ভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। একই সাথে তারা সকল মুসলিম জনগোষ্ঠীকে চলমান কোভিড-১৯ মহামারী পরিস্থিতির কারণে নিজ নিজ বাসস্থানে থেকে অধিকতর ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহ তায়ালার রহমত কামনা করার আহবান জানিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ উপলক্ষে এক বিবৃতিতে বলেন, রমজানের পবিত্র মাসটি এ বছর আমাদের মাঝে এমন এক সময়ে এসেছে যখন পুরো বিশ্ব একটি সংকটজনক সময় অতিক্রান্ত করছে। তথাপি, এটি এমন একটি সময় যখন পুরো মানবজাতি অন্য যে কোন সময়ের তুলনায় আশা ও প্রার্থনার মুখাপেক্ষী।

প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত বিবৃতিটিতে তিনি বলেন, "করোনাভাইরাসের কারণে এই রমজান মাসে আপনাদেরকে নিজ বাসাতে থাকতে হবে। এ বছর আপনাদের ইফতার হবে শুধুমাত্র তাদের সাথে, যাদের সাথে আপনি বসবাস করেন। আপনাদের মতোই আমি আশা করি, পরিস্থিতি এমন না হলেই ভালো হতো। কিন্তু আমাদেরকে পরস্পর পরস্পরের প্রতি দায়িত্ব সম্পর্কে সম্পর্কে এখন সচেতন থাকতে হবে। শত শত বছরের নানা প্রতিকূলতা ও বিপর্যয়ের মাঝেও আমাদের বিশ্বাস ও ঐতিহ্যগুলো মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং প্রার্থনা ও ভালোবাসার শক্তি দিয়ে চলমান বিপর্যয়ও আমরা অতিক্রম করতে পারবো এই প্রত্যাশায় আমি মুসলিম কমিউনিটিতে দৃঢ় থাকার আহবান করছি ও আমাদের সবার সম্মিলিত প্রিয় বাসভূমি এই দেশটিতে আপনারা যে অবদান রেখে চলেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।"

এর পাশাপাশি রমজান মাসের সূচনা উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনীতিবিদ, মন্ত্রী ও এমপিরাও নানা বিবৃতি ও সামাজিক গণমাধ্যমে লাইভ ভিডিওবার্তার মাধ্যমে মুসলিম কমিউনিটির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top