সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


লকডাউনের সময় আরো দু'সপ্তাহ বাড়লো মেলবোর্নে


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২০ ০১:০১

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৭:৫৫

 

প্রভাত ফেরী: করোনা পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার। ভাইরাসটির হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছে ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন। ইতিমধ্যে মেলবোর্নে জারি করা কঠোর লকডাউনের সময় আরো দু'সপ্তাহ বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ আশানুরূপ না কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভিক্টোরিয়া রাজ্য কর্তৃপক্ষ।

২ আগস্ট থেকে জারি হওয়া কঠোর লকডাউন আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে এই সময়ের মধ্যে কিছু বিষয়ে শিথিলতা আনা হবে। এর আগে মেলবোর্নে ১৩ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে করোনার প্রকোপ না কমায় এই লকডাউন বাড়ানো হয়েছে। সেখানকার বাসিন্দারা সর্বোচ্চ পাঁচ কিলোমিটার দূরে চলাচল করতে পারবেন। এছাড়া রাতে কারফিউ জারি করা হয়েছে মেলবোর্নে।

অস্ট্রেলিয়ার মোট করোনা আক্রান্তের ৭৫ শতাংশ মেলবোর্নে। মোট মৃত্যুর ৯০ শতাংশ মেলবোর্নে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৭৫৩ জন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top