সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


দক্ষ অভিবাসীদের দিকে নজর দিচ্ছে অস্ট্রেলিয়া সরকার


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২০ ২২:৫১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২০:৩৪

 

প্রভাত ফেরী: সেলি-অ্যান উইলিয়ামস সিডনিতে অবস্থিত একটি প্রযুক্তি স্টার্ট-আপ এর প্রধান। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় সেরা বিদেশী প্রতিভা আকৃষ্ট করা এই শিল্পের পক্ষে বরাবরই চ্যালেঞ্জ ছিল। এটি এমন একটি শিল্প যা আন্তর্জাতিক সংযোগগুলিতে বৈচিত্র্যে ও সাফল্য লাভে সহায়ক। আন্তর্জাতিক সীমানা পুনরায় চালু হলে এ জাতীয় ব্যবসায়ে দক্ষ শ্রমিকদের উপচে পড়া প্রত্যাশা থাকবে। অস্ট্রেলিয়া এক শতাব্দীরও বেশি সময় ধরে জনসংখ্যার বৃদ্ধির ধীর গতির কারণে অভিবাসন কর্মসূচিতে ফেডারেল সরকার পরিবর্তন আনতে চলছে।

ফেডারাল সরকার বিশ্বজুড়ে “best and brightest” দের জড়িত করার লক্ষ্যে অত্যন্ত দক্ষ কর্মী এবং উচ্চমান সম্পন্ন ব্যবসায়ের জন্য একটি নতুন টাস্কফোর্স গঠনের পরিকল্পনা করেছে। এটি দক্ষ মাইগ্রেশন প্রবাহকে পুনর্গঠিত করতে , গ্লোবাল ট্যালেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম এ ১৫,০০০ এর কোটা বরাদ্দ করেছে এবং বিজনেস ইনোভেশন এবং ইনভেস্টমেন্ট প্রোগ্রামকে প্রায় দ্বিগুণ করে ১৩৫০০ করা হয়েছে ।

এক্টিং মিনিস্টার অ্যালেন টাজ বলেন, আমরা জানি যে ব্যতিক্রমী দক্ষতা সম্পন্ন এই ব্যক্তিদের মধ্যে কিছু এখানে আসবেন, ব্যবসা তৈরি করবেন, উদ্যোক্তা হবেন, শীর্ষস্থানীয় বিজ্ঞানী হবেন এবং এর ফলে তারা অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করবে

অর্থনীতির সূচনা করার জন্য বড় প্রকল্পগুলিতে ব্যাংকিংয়ের বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী এলিজাবেথ ফোলের মতো বিশেষজ্ঞরা বলেন যে বিনিয়োগের ফলাফলের জন্য নির্দিষ্ট স্কিল সেট আকর্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটি অন্যান্য ওয়ার্কিং ভিসার সংখ্যা, এমপ্লয়ার স্পনসর ওয়ার্কার ভিসা এক চতুর্থাংশেরও বেশি কমে যাবে এবং স্কীলড ইন্ডিপেন্ডেন্ট ভিসার জন্য বরাদ্দকৃত কোটা দুই তৃতীয়াংশ কেটে দেওয়া হয়েছে।

ক্যানবেরার চাইল্ড কেয়ার সেন্টারের পরিচালক দিব্যা স্যারিনের এই খাতটি নিয়ে চিন্তিত রয়েছেন । চাইল্ড কেয়ার অন্য আরো অনেক শিল্পের মতো অভিবাসী কর্মীদের উপর নির্ভরশীল।এই শিল্পে কর্মরত এক তৃতীয়াংশেরও বেশি কর্মী যাদের জন্ম অন্যদেশে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top