সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ায় নতুন বৈশিষ্ট্যের করোনায় আক্রান্ত দুজন শনাক্ত


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২০ ২৩:১৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১১:৩৪

 

প্রভাত ফেরী: ব্রিটেনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন প্রজাতিতে অস্ট্রেলিয়ায় আক্রান্ত দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। সোমবার দেশটির নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই প্রথম নতুন প্রজাতির করোনায় আক্রান্ত শনাক্ত হলো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

নতুন প্রজাতির করোনাভাইরাস আগের চেয়ে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে তা আগের প্রজাতির চেয়ে বেশি প্রাণঘাতী নয় বলে মনে করা হচ্ছে। ব্রিটেনে প্রথম শনাক্ত হওয়া এই প্রজাতি ইতোমধ্যে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও ইতালিতেও শনাক্ত হয়েছে। তবে এই প্রজাতি করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে ভিন্ন প্রতিক্রিয়ায় দেখায় বলে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্যে রবিবার বিদেশ ফেরত ৬ ব্যক্তি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুজন করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত। নিউ সাউথ ওয়েলস কর্মকর্তারা বলছেন, নতুন প্রজাতিতে আক্রান্ত কেউ স্থানীয়ভাবে সংক্রমিত হননি। নিউ সাউথ ওয়েলসের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেরি চান্ট সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য থেকে ফেরা এক দম্পতি নির্দিষ্ট রুপান্তরিত করোনাভাইরাসে আক্রান্ত।

করোনাভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ ঠেকাতে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। তবে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছেন অস্ট্রেলীয় কর্মকর্তারা। দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, যুক্তরাজ্য থেকে আসা সবাইকে হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিন প্রক্রিয়া কাজ করলে তারা আর কোনও ঝুঁকি বিবেচিত হবেন না।

এদিকে, করোনাভাইরাসের নতুন একটি ক্লাস্টার শনাক্ত হওয়ার পর অস্ট্রেলিয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিডনি। দেশটির বাকি সব রাজ্য এবং অঞ্চল সিডনির বাসিন্দাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top