সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ায় দীর্ঘ ১৮ মাস পর বিদেশি শিক্ষার্থীদের জন্য সীমান্ত খুলছে ডিসেম্বরে


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২১ ২৩:৩৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৩:০৯

 

প্রভাত ফেরী: সোমবার সকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দীর্ঘ ১৮ মাস পর আগামী ১ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং আরও কয়েকটি ভিসাধারীদের অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে।

সীমান্ত খোলার পর শিক্ষার্থী, দক্ষ কর্মী, শরণার্থী এবং হলিডে ভিসাধারীদের ওপর থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তবে এ ভিসায় এখন আবেদন করলে কোনো অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা নেই। আর যাঁদের ইতিমধ্যেই ভিসা মঞ্জুর হয়ে আছে, তাঁদের অবশ্যই সম্পূর্ণ টিকা গ্রহণ করা থাকতে হবে। পাশাপাশি দেশ ছাড়ার সর্বোচ্চ তিন দিনের মধ্যে করোনাভাইরাস নেগেটিভের সনদও থাকতে হবে। আর দেশটির নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি রাজ্য ছাড়া অন্য রাজ্যের প্রবেশের ক্ষেত্রে কোয়ারেন্টিনে থাকতে হবে।

দেশটির সরকার ডিসেম্বর মাসে ২ লক্ষাধিক অস্থায়ী ভিসাধারী অস্ট্রেলিয়ায় প্রবেশ করবে বলে ধারণা করছে। তবে প্রায় ১ লাখ ৩০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় প্রবেশের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী ক্যাথরিওনা জ্যাকসন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top