সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় সজ্জিত হলো ক্যানবেরা


প্রকাশিত:
৮ মে ২০২২ ১৯:৪৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৮:৫৭

 

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে নানান সাজে সেজেছে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।

অস্ট্রেলিয়া সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে রাজধানী ক্যানবেরাকে। দেশটির পুরাতন পার্লামেন্ট ভবন, ঐতিহাসিক জন গর্টন বিল্ডিং ও ন্যাশনাল ক্যারিলিয়নকে লাল সবুজের আলোয় আলোকিত করা হয়। স্থানীয় সময় আজ শুক্রবার সন্ধ্যা থেকে আগামীকাল ভোর পর্যন্ত এ আলোকসজ্জা প্রদর্শন করা হবে।

হাইকমিশন জানায়, এ দৃশ্য উপভোগ করেন প্রবাসী বাংলাদেশী ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও গত ২৭ মার্চ ন্যাশনাল ক্যারিলিয়নে এরকম আলোকসজ্জার প্রদর্শন করা হয় বলে জানানো হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top