সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় মহামারি করোনাভাইরাসের নতুন ঢেউ


প্রকাশিত:
৩০ জুন ২০২২ ১৯:১১

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৫:৪৩

 

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশটির রাজধানী ক্যানবেরায় মহামারি করোনাভাইরাসের নতুন ঢেউ ছড়িয়ে পড়ার সতর্কতা জারি করেছে। খবর সিনহুয়ার।
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি) স্বাস্থ্যমন্ত্রী রাশেল স্টিফ্যান-স্মিথ বলেন, পরিসংখ্যান মডেল থেকে প্রাপ্ত তথ্যে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে এ ভূখ-ে বর্তমানে করোনাভাইরাসের নতুন ঢেউ চলছে।
মঙ্গলবার তার উদ্ধৃতি দিয়ে ক্যানবেরা টাইমস পরিবেশিত খবরে বলা হয়, ‘আমরা করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে দেখছি এবং আমরা ধারণা করছি যে জুলাইয়ের মধ্যে এবং আগস্টের গোড়ার দিকে এই শীতকালে কোভিড-১৯’র আরেকটি ঢেউ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ও এর গতিপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
মঙ্গলবার সর্বশেষ হাল নাগাদ করা তথ্য অনুযায়ী, এসিটি’তে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড সৃষ্টির পর এমন সতর্ক বার্তা দেওয়া হয়। সেখানে কোভিড-১৯ রোগে আক্রান্ত ১২১ জন এসিটি’র বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মহামারি করোনাভাইরাস শুরুর পর থেকে এ সংখ্যা সর্বোচ্চ।
এদিকে ফেডারেল স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্ট্রেলিয়ায় মোট ৮০ লাখ ২৩ হাজার ২৫৯ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নয় হাজার ৭০৪ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় দুই লাখ ২৬ হাজার ৬৫৩ জন চিকিৎসাধীন রোগী রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top