সিডনী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ার দ্বিগুণ করা হবে আবাসন কিনতে আগ্রহী বিদেশী বিনিয়োগকারীদের ফি


প্রকাশিত:
২৭ জুলাই ২০২২ ০৬:৫০

আপডেট:
২৭ জুলাই ২০২২ ০৬:৫০

 

অস্ট্রেলিয়ার আবাসন কিনতে আগ্রহী বিদেশী বিনিয়োগকারীদের ফি দ্বিগুণ করা হবে। সম্প্রতি অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ জিম চালমার্স এ তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বাজেট ঘাটতি কাটিয়ে উঠে সরকারি আয় বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এ বিষয়ে জিম চালমার্স বলেন, আগামী চার বছরে সম্পত্তি, খামার ও ব্যবসায় বিনিয়োগ ফি থেকে ৪৫ কোটি ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার (৩১ কোটি ৫০ লাখ ডলার) আয় হবে। এক বিবৃতিতে তিনি জানান, মোট প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগেরক্ষুদ্র অংশ হবে বিদেশী বিনিয়োগ ফি। এ মাসের ২৯ তারিখ থেকে নতুন আইনটি কার্যকর হবে। এদিকে সমগ্র বিশ্বের অন্যতম প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি ও সুদহারের ঊর্ধ্বগতি।

অস্ট্রেলিয়ার অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে। এ মাসের ২৮ তারিখে সংসদে নতুন অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করবে অস্ট্রেলিয়া সরকার। চলতি বছর অস্ট্রেলিয়ার লেবার পার্টি (এএলপি) দেশটিতে সরকার গঠন করে। নির্বাচনী প্রচারণার সময় কর না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান সরকার। তবে সরকারি দেনা পরিশোধ করতে জনসাধারণের ব্যয় সংকোচন করার বিষয়ে আগেই সতর্ক করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top