সিডনী শনিবার, ৫ই অক্টোবর ২০২৪, ২০শে আশ্বিন ১৪৩১


গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা ‘দুঃখজনক’ : অস্ট্রেলিয়া


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৩ ১৫:২১

আপডেট:
৫ অক্টোবর ২০২৪ ১৭:৫৪

 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইসরাইলকে হাসপাতালের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি ইসরাইলের হামলায় গাজায় বেসামরিক মৃত্যুর ‘দুঃখজনক’ সংখ্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

রোববার (১২ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার এবিসির ইনসাইডার্স প্রোগ্রামে ওং বলেছেন, আমি হাসপাতাল এবং চিকিৎসা সুবিধার ক্ষেত্রে এই বিষয়টি তুলে ধরব যে- আন্তর্জাতিক মানবিক আইনের জন্য হাসপাতাল, রোগী ও চিকিৎসা কর্মীদের সুরক্ষা প্রয়োজন।


ওং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, আমাদের যুদ্ধবিরতির দিকে পদক্ষেপ নিতে হবে। একতরফা যুদ্ধ হতে পারে না।

তিনি আরো বলেন, আমরা জানি যে হামাস এখনো বন্দী করে রেখেছে এবং একটি যুদ্ধবিরতির জন্য অবশ্যই পক্ষগুলোর মধ্যে সম্মত হতে হবে।

এদিকে গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদের অর্ধেকই শিশু।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে 'অপারেশন আল-আকসা স্ট্রম' শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top