সিডনী মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন ১৪৩১


শেষ ম্যাচেও ভারতের কাছে হারলো অস্ট্রেলিয়া


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৯

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৮

 

ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও হারলো সদ্যই ওয়ানডে বিশ্বকাপ জয় করা অস্ট্রেলিয়া। গতরাতে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারত ৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এতে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতলো ভারত।
ব্যাঙ্গালুুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ১০ম ওভারে ৫৫ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। কঠিন পরিস্থিতিতে এক প্রান্ত আগলে লড়াই করেছেন তিন নম্বরে নামা শ্রেয়াস আইয়ার। তাকে সঙ্গ দিয়েছেন অক্ষর প্যাটেল ও উইকেটরক্ষক জিতেশ শর্মা। পঞ্চম উইকেটে জিতেশের সাথে ২৪ বলে ৪২ এবং ষষ্ঠ উইকেটে প্যাটেলকে নিয়ে ৩৩ বলে ৪৬ রান যোগ করেন আইয়ার।
প্যাটেল ২১ বলে ৩২ এবং জিতেশ ১৬ বলে ২৪ নিয়ে প্যাভিলিয়নে ফিরলেও, টি-টোয়েন্টিতে অষ্টম হাফ-সেঞ্চুরির দেখা পান আইয়ার। ৫টি চার ও ২টি ছক্কায় ৩৭ বলে ৫৩ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন আইয়ার। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানের সংগ্রহ পায় ভারত। অস্ট্রেলিয়ার জেসন বেহরেনডর্ফ ও বেন ডোয়ার্শিস ২টি করে উইকেট নেন।
১৬১ রানের জবাবে খেলতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করলেও ৫৫ রান তুলতেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে ৩৮ বলে ৪৭ রান তুলে অস্ট্রেলিয়াকে খেলায় ফেরান বেন ম্যাকডারমট। ১৭ বলে ১৭ রান করে ডেভিড থামলেও, এক প্রান্ত ধরে খেলে টি-টোয়েন্টিতে তৃতীয় অর্ধশতকের দেখা পান ম্যাকডারমট।
১৫তম ওভারে ম্যাকডারমট আউট হরে পরের দিকের ব্যাটাররা লড়াই করতে না পারলে ম্যাচ হারের লজ্জা পায় অস্ট্রেলিয়া। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান পর্যন্ত যেতে পারে সদ্যই ্িশ্বকাপ শিরোপা জয় করা অসিরা। ৫টি ছক্কায় ৩৬ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন ম্যাকডারমট। ভারতের মুকেশ ৩টি, আর্শদীপ-বিষ্ণোই ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের প্যাটেল। সিরিজ সেরা হন ভারতের বিষ্ণোই।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top