অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা সিনার
প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৪ ১১:৩৪
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৪
শেষ শটে দানিল মেদভেদেভকে পরাস্ত করেই কোর্টেই সুয়ে পড়লেন ইয়ানিক সিনার। ২২ বছরের এই তরুণের যেন বিশ্বাসই হচ্ছিল না! প্রথম দুই সেট হেরেও প্রত্যাবর্তনের গল্প লিখে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলতে এসেই সেরার মুকুট পড়েছেন তিনি। মেদভেদভের সঙ্গে কুশল বিনিময় করে ছুটে যান গ্যালারিতে থাকা কোচ ও পরিবারের সদস্যের কাছে। সেখানে এক দফা উদযাপন সেরে নেন সিনার।
৩ ঘণ্টা ৪৪ মিনিটের ফাইনালে ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে জিতে প্রথম ইতালিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের আনন্দে মাতেন সিনার। আর তৃতীয় ইতালিয়ান হিসেবে কোন গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ফাইনালের শুরুটা দুর্দান্ত করেছিলেন তৃতীয় ফাইনাল খেলতে আসা মেদভেদেভ। দাপট দেখিয়ে শুরুর দুই সেট জিতে অপেক্ষা ঘুচানোর স্বপ্নও হয়তো দেখে ফেলেছিলেন রাশান তারকা।
কিন্তু সেমিফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে আসা সিনার যে সহজে হাল ছাড়েন না তার প্রমাণ মেলে তৃতীয় সেটে। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এই সেটে তুমুল প্রতিরোধ গড়ে জেতেন সিন্নার।
সার্ভ, রিটার্ন ও দুর্দান্ত ভলিতে পরের সেট আরো জমিয়ে তুলেন সিনার। দশম গেমে মেদভেদেভের সার্ভিস ব্রেক করে চতুর্থ সেট জিতে সিনার ম্যাচ নিয়ে যান পঞ্চম সেটে।
সেখানেও বাজিমাত এই ইতালিয়ানের। মেদভেদেভের অপেক্ষা আরো বাড়িয়ে ইতালিয়ানদের ৪৮ বছরের অপেক্ষা ফুরিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট উপহার দেন সিনার।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: