সিডনী শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪, ২৯শে ভাদ্র ১৪৩১


অস্ট্রেলিয়ায় পালিত হয়েছে খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী


প্রকাশিত:
২২ আগস্ট ২০২৪ ১১:৫৯

আপডেট:
২২ আগস্ট ২০২৪ ১২:০১

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৭৯তম জন্মবার্ষিকী পালন করেছে অস্ট্রেলিয়া বিএনপি। এ উপলক্ষ্যে রোববার (১৮ আগস্ট) সিডনিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতাও কামনা করা হয়। অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল হাছানের পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত এবং খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন মাওলানা ফেরদৌস আহম্মেদ।
অনুষ্ঠানে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক সহ সভাপতি রুহুল আহম্মেদ সওদাগর, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নাসির উল্লাহ, সহ সভাপতি একেএম ফজলুল হক শফিক, যুবদল নেতা ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি কামরুল হাসান আজাদ, বেলাল হোসেন ঢালী, আব্দুল মালেক মানিক, হাবিব মোহাম্মদ জকি, মোহাম্মদ কামরুজ্জামান ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএন এম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, খাইরুল কবির পিন্টু, আরিফ তাহের, মোহাম্মদ জাকির হোসেন রাজু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, লিন্টাস পেরেরা, গোলাম রাব্বী শুভ্র, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আব্দুল মুমিন, মো. আমিনুর রহমান ফরিদ, সুধন যোসেফ ক্রুশ, অসিত গোমেজ, আলবিস কস্তা, মাহমুদুল হক দুলাল, মোহাম্মদ বাচ্চু, জাহিদ আবেদীন, মো. সাইফুল ইসলাম, মো. শাহ জালাল, মোহাম্মদ ইফতেখার আহম্মেদ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top