বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন ভুল হবে: অস্ট্রেলিয়া অধিনায়ক
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৪ ১১:২৮
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৩২
আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে শুরু হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু গত একমাস ধরে চলা ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের কারণে দেশের পরিস্থিতি এখনও পুরোপুরি ঠিক হয়নি।
এমতাবস্থায় বাংলাদেশে এই ইভেন্ট আয়োজন করা ‘ঠিক হবে না’ বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি।
মানবিক দিক বিবেচনা করে বিশ্বকাপ আয়োজন ঠিক হবে না মনে করে হিলি বলেন, ‘এই মুহূর্তে সেখানে (বাংলাদেশে) খেলার অনুভূতিটা খুব কঠিন হবে আমার জন্য। আমি মনে করি, এটি ঠিক হবে না। এটার (বিশ্বকাপ আয়োজনের) ফলে একটি দেশ থেকে সম্পদ কেড়ে নেওয়া হবে। অথচ বর্তমানে সেখানে যেভাবে মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তা দরকার। ’
‘এই মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা থেকে তাদের বাকি বিষয়গুলো ঠিক করা এখন বড় বিষয়। তবে আমি এটি আইসিসির ওপর ছেড়ে দিচ্ছি। ’-যোগ করেন হিলি।
লম্বা সময় আন্দোলনের পর গত ৫ আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এর দুদিন পর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি অবশ্য বাংলাদেশেই বিশ্বকাপ হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে এই বিষয়ে এখনও আইসিসি থেকে কিছু জানানো হয়নি।
বিষয়: বিশ্বকাপ অস্ট্রেলিয়া অধিনায়ক
আপনার মূল্যবান মতামত দিন: