সিডনী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১


নিহত হিজবুল্লাহপ্রধানের প্রশংসা, ইরানি রাষ্ট্রদূতকে তলব অস্ট্রেলিয়ার


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৪ ১৩:২৭

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২৬

লেবাননের রাজধানী বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর মুহুর্মুহু হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর নিহত হিজবুল্লাহপ্রধানের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আহমদ সাহেঘি। এনিয়ে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে অস্ট্রেলিয়ার সরকার। খবর ইরান ইন্টারন্যাশনাল।

এক্সে আহমদ সাদেঘি লিখেন, হাসান নাসরুল্লাহ একজন চমৎকার ব্যক্তিত্বের... এবং একজন অতুলনীয় নেতা। ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, এমন পোস্টের কারণে আহমদ সাদেঘিকে তলব করা হয়। তাকে অস্ট্রেলিয়ার আইনের প্রতি সম্মান জানাতে এবং অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে বলা হয়।

এনিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, আমরা হিজবুল্লাহর মতো যেকোনো সন্ত্রাসী সংগঠনের প্রতি সমর্থনের নিন্দা জানাই।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার পর এবার হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধান হাশেম সাফিয়েদ্দিনের খোঁজও পাওয়া যাচ্ছে না।

বৈরুতের দক্ষিণের শহরতলিতে গত বৃহস্পতিবার শেষ রাতে হাশেমকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেইদিনের পর থেকে হাশেমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে লেবাননের একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে।

আল জাজিরা বলছে, সশস্ত্র গোষ্ঠীর কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে হাশেম সংগঠনের একজন অত্যন্ত উচ্চ পদস্থ সদস্য। এ ছাড়া তিনি নিহত নাসরুল্লাহর মামাতো ভাই।

ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা শনিবার স্কাই নিউজ নেটওয়ার্ককে জানান, দাহিয়ায় বিমান হামলায় হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান ও নাসরুল্লাহর মামাতো ভাই হাশেম সাফিয়েদ্দিন নিহত হয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top