সিডনী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১


অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত


প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৪ ১৩:৩২

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুরের ইসমাইল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ৫ অক্টোবর, রবিবার রাত ৮টার দিকে অস্ট্রেলিয়ার সিডনি শহরে দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ইসমাইল রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের খাজুরতলা এলাকার আমানত উল্লাহর ছেলে। তিনি নতুনবাজার-খাজুরতলা এলাকায় ‘হোটেল সাকারার’ পৃষ্ঠপোষক ছিলেন।

নিহতের চাচাতো ভাই শরীফ হোসেন জানান, ঢাকার মিরপুরের এক বন্ধুকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরের কাছাকাছি বাসার সামনে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। এ সময় বন্ধু নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। বর্তমানে তার লাশ সিডনি শহরের একটি হাসপাতালে রয়েছে।

শরীফ হোসেন আরও জানান, নিহত ইসমাইল প্রায় এক বছর আগে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইউটিসি বিশ্ববিদ্যালয় ও টেকনোলোজি প্রতিষ্ঠানে যান। এর মাঝে দেড় মাস আগে নিজের দাঁতের চিকিৎসা ও পারিবারিক কাজে বাড়িতে আসেন। তার পরিবারে মা-বাবা ও তিন ভাই রয়েছে।। তিনি অবিবাহিত। লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top