যৌন হয়রানির অভিযোগে অস্ট্রেলিয়ার শীর্ষ রেডিও উপস্থাপক গ্রেফতার
প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪ ১২:৫৭
আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১৬:০৬
অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের জনপ্রিয় রেডিও উপস্থাপক এবং প্রাক্তন ওয়ালাবিস কোচ অ্যালান জোনস যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশের চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড সোমবার সকালে সিডনির বাসভবন থেকে তাকে গ্রেফতার করে।
তিনি ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময় থেকে গণমাধ্যমের সঙ্গে জড়িত। সিডনির রেডিও স্টেশন ২জিবি ও ২ইউই এবং টেলিভিশন নেটওয়ার্ক স্কাই নিউজে বিভিন্ন জনপ্রিয় শো করেছেন অ্যালেন। গত বছরের নভেম্বরে সর্বশেষ মাইক্রোফোনের সামনে বসেছিলেন ৮৩ বছর বসয়ী অ্যালান। ওই সময় এডিএইচ টিভি নামের একটি সংবাদভিত্তিক টেলিভিশনে শো করেন অ্যালেন। ২০২১ সালের শেষ দিকে স্কাই নিউজ ছাড়ার পর তিনি ওই টিভিতে যোগ দিয়েছিলেন।
বেতার মাধ্যমে আসার আগে তিনি শিক্ষকতা পেশায় ছিলেন। এরপর রাজনীতিতে আসেন। ১৯৭০-৮০–এর দশকে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজারের উপদেষ্টা ও বক্তৃতা লেখক হিসেবে কাজ করেন।
১৯৮৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অ্যালেন জোনস অস্ট্রেলিয়ার পুরুষ রাগবি ইউনিয়ন দলের প্রধান প্রশিক্ষণ ছিলেন। তাঁর অধীন দলটি ১০২টি ম্যাচ খেলে ৮৬টি জয় ছিনিয়ে এনেছিল। তাঁর সময় দলটি যুক্তরাজ্য, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ‘গ্র্যান্ড স্লাম’ জিতেছিল।
এক বিবৃতিতে আজ নিউ সাউথ ওয়েলসের পুলিশ বলেছে, ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিপীড়ন ও যৌন স্পর্শের ঘটনাগুলোর অভিযোগ তদন্তে গত মার্চে একটি দল গঠন করা হয়েছিল। এর সাত মাস পর অ্যালেন জোনসকে গ্রেফতার করা হলো।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: