৬০ এর অধিক শিশুকে যৌন নিগ্রহ, অস্ট্রেলিয়ায় এক ব্যক্তির যাবজ্জীবন জেল
প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৪ ১৩:০৮
আপডেট:
১ ডিসেম্বর ২০২৪ ১৩:১১
অন্তত ৭০ জন শিশুকে ধর্ষণ এবং যৌন নিগ্রহের দায়ে চাইল্ড কেয়ারের সাবেক এজন কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়া। ওই ব্যক্তিকে অন্যতম একজন পেডোফাইল (শিশুদের প্রতি যৌন আকর্ষণ) হিসেবে অভিহিত করা হয়েছে। খবর বিবিসি।
শিশুদের যৌন নিগ্রহ করা ওই ব্যক্তি হলেন ৪৭ বছর বয়সী অ্যাশলে পল গ্রিফিথ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এবং অন্যান্য দেশে ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যে ৩০৭ শিশুকে যৌন নিগ্রহের কথা স্বীকার করেছেন। ওই সব শিশুদের বয়স ছিল এক থেকে সাত বছর বয়সী।
এ ঘটনাকে বিচারক পল স্মিথ ভয়াবহ বিকৃত বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এ ঘটনার মধ্য দিয়ে বিশ্বাসের খেলাপ হয়েছে।
এই মামলা ছাড়াও গ্রিফিথ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং ইতালিতে অন্তত দুই ডজনের বেশি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত।
২৯ নভেম্বর, শুক্রবার ব্রিসবেন জেলা আদালতের বিচারক স্মিথ বলেন, গ্রিফিথ ভয়াবহভাবে ‘পেডোফাইলন সংক্রমণে’ আক্রান্ত। এজন্য ২৭ বছর পার না হলে তাকে প্যারোলে মুক্তি দেয়ার বিষয়েও কড়াকড়ি আরোপ করেছে আদালত।
গ্রিফিথকে ২০২২ সালর আগস্টে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ গ্রেপ্তার করে। পরের বছর তার বিরুদ্ধে ১ হাজার ৬০০ শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ আনা হয়। তবে এর মধ্যে অনেক অভিযোগ বাদ পড়ে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: