সিডনী বৃহঃস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫, ৩রা মাঘ ১৪৩১


আবারও শক্তিশালী ভূমিকম্প ভানুয়াতুতে 


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৪ ১৬:২৬

আপডেট:
১৬ জানুয়ারী ২০২৫ ২১:০৫

সংগৃহীত

সপ্তাহ না যেতে আবারও ভূমিকম্পের কবলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ভানুয়াতু। শনিবার দেশটির রাজধানী পোর্ট-ভিলার কাছে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৩৯.৯ কিলোমিটার (২৪.৭ মাইল) গভীরে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

এর আগে মঙ্গলবার, শক্তিশালী ৭.৩ মাত্রার ভূমিকম্প দ্বীপ দেশটিতে আঘাত হানে, ১৪ জন নিহত এবং ২০০ জন আহত হয়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রসের প্যাসিফিক বিভাগের প্রধান কেটি গ্রিনউড বলেছেন, মঙ্গলবার ভানুয়াতুতে আঘাত হানা ৭.৩ মাত্রার ভূমিকম্পের কারণে ব্যক্তিগত এবং সরকারি ভবনসহ সম্পত্তির এমন ক্ষতি এই অঞ্চল কখনও দেখেনি।


তিনি বলেন, মঙ্গলবারের ভূমিকম্পে আনুমানিক এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভানুয়াতু, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত, টেকটোনিক প্লেটের সীমানা দ্বারা সৃষ্ট ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top