সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


চুল রাঙান প্রাকৃতিক উপাদান দিয়ে


প্রকাশিত:
৮ মার্চ ২০২০ ২১:৪৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৪:৩৪

ফাইল ছবি

প্রভাত ফেরী: চুল রঙ করবেন বলে ভাবছেন কিন্তু চুলের স্বাস্থ্যের কথা ভেবে ভয়ে করছেননা। কেমিক্যালযুক্ত রঙ ব্যবহার না করে চুল রাঙাতে বেছে নিন ভেষজ উপাদান। এতে রঙ যেমন দীর্ঘস্থায়ী হবে, চুলও থাকবে ভালো ।

প্রাকৃতিক উপাদান দিয়ে চুল রাঙানোর টিপস-

চা: ভেষজ উপাদান হিসেবে চুল রাঙাতে চা বেশ কার্যকর। চুলে ধূসর আভা নিয়ে আসতে পারে চা। ব্ল্যাক টি ফুটিয়ে ঠাণ্ডা করে পানীয়টুকু চুলে লাগান। ১ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। যত বেশি সময় চুলে রাখবেন, রঙ ততই গাঢ় হবে।

কফি: ধূসর চুল কালো করতে চাইলে কফি ব্যবহার করুন। কফি ফুটিয়ে ঠাণ্ডা করে চুলে লাগান। রঙ দীর্ঘস্থায়ী করতে আপেল সিডার ভিনেগার দিয়ে ধুয়ে ফেলুন চুল।  

মেহেদি: চুল রঙ করার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান মেহেদি। চুলে লালচে আভা নিয়ে আসে এটি। মেহেদির গুঁড়া চায়ের লিকারে কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে চুলে লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এটি চুলের জৌলুসও বাড়াবে। 

বিট: বিটের রসের সঙ্গে নারিকেল তেল মেশান। মিশ্রণটি এক ঘণ্টা লাগিয়ে রাখুন চুলে। আপেল সিডার ভিনেগার দিয়ে ধুয়ে ফেলুন। প্রাকৃতিকভাবে চুল উজ্জ্বল করবে এটি। পাশাপাশি নিয়ে আসবে রঙিন আভা। 

লেবুর রস: চুল হাইলাইট করতে পারেন লেবুর সাহায্যে। লেবুর রস চুলে লাগিয়ে রাখুন ঘণ্টাখানেক। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। হালকা সোনালি রঙ ধারণ করবে চুল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top