শ্রাবন্তী কাজী আশরাফীর 'কালো বিড়াল'
প্রকাশিত:
১০ মার্চ ২০২৫ ১২:৩২
আপডেট:
১২ মার্চ ২০২৫ ০৯:৫৭

শ্রাবন্তী কাজী আশরাফী জাতীয় পদক এবং রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক এ ভূষিত বীর মুক্তিযোদ্ধা ও স্বনামধন্য নাট্যকার, লেখক ও গবেষক কাজী জাকির হাসানের কন্যা। তিনি চার শতাধিক এর উপর নাটক রচনা ও পরিচালনা করেছেন। লিখেছেন শতাধিক নাট্যবিষয়ক গবেষণামূলক বই। তাঁর লেখা বই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বই হিসাবে পঠিত হয়।
'কালো বিড়াল' বইটি লেখিকার প্রথম প্রকাশিত গ্রন্থ। তার মা-বাবা লেখার উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছেন। লেখিকা শিশুদের ভালবাসেন এবং তাদের গল্প শোনাতে খুব ভালবাসেন। তার মনের মধ্যে সবসময়ই ছোটবেলার মধুর স্মৃতিগুলো খেলা করে। তারই রূপরেখায় গল্পটি শিশুদের জন্য লিখেছেন।
বাস্তব ঘটনাটিই উঠে এসেছে এ গল্পে। গল্পের সাথে সাথে ছবি ও কাহিনী নিশ্চয়ই ছোট বন্ধুদের ভাল লাগবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: