সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্স কার্ড পাচ্ছেন পাঁচ সাংবাদিক


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২১ ১৯:৩৫

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৬:২৯

 

প্রভাত ফেরী: জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত) এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৫টি এবং অন্যান্য ১২টি এ তিন ক্যাটাগরিতে তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার।

২০১৯-২০২০ অর্থবছরে সর্বোচ্চ মোট ১৪১ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

৭৬ ব্যক্তির মধ্যে সাংবাদিকদের মধ্যে ট্যাক্স কার্ডের তালিকায় রয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, চ্যানেল আইয়ের ডিরেক্টর অ্যান্ড হেড অব নিউজ শাইখ সিরাজ ও সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২০ জানুয়ারি প্রকাশিত গেজেট অনুযায়ী সাংবাদিকদের মধ্যে সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্স কার্ড পাচ্ছেন এই পাঁচ সাংবাদিক।

জানা গেছে, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বৃহৎ করদাতা ইউনিটে কর দিয়ে থাকেন। দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ঢাকা কর অঞ্চল-৭ এ কর দেন। একই অঞ্চলে কর দেন চ্যানেল আইয়ের ডিরেক্টর অ্যান্ড হেড অব নিউজ শাইখ সিরাজ। সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ঢাকা কর অঞ্চল-৩ এ কর দেন। এছাড়া চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক চট্টগ্রাম কর অঞ্চল-১ এ কর দিয়ে থাকেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top