সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যকর স্যানিটেশন খাতে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৩:০৯

 

প্রভাত ফেরী: মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের ৬ লাখ মানুষের জন্য নিরাপদ পানি এবং ৩৬ লাখ (৩.৬ মিলিয়ন) মানুষের স্বাস্থ্যকর স্যানিটেশন নিশ্চিত করতে ২০ কোটি ডলার ঋণ দিবে বিশ্ব ব্যাংক। পাঁচ বছর গ্রেস দিয়ে ৩০ বছরে এই ঋণ শোধ করতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক (ইআরডি) বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বর সই করেন।

‘রুরাল ওয়াটার, স্যানিটেশন, হাইজিন (ডব্লিউএএসএইচ) ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এই অর্থ খরচ করা হবে। সিলেট, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ৭৮টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top