সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২১ ১৮:৫৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৭:৪৭

 

প্রভাত ফেরী: এ সপ্তাহের চতুর্থ দিন বুধবার ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

এদিন বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৩২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ১৫৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করে ২৭৪১ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৯ কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৪১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট কমে ২১ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top