সিডনী শুক্রবার, ১৭ই জানুয়ারী ২০২৫, ৪ঠা মাঘ ১৪৩১

টানা তিন কার্যদিবস সূচক বাড়লো ডিএসইতে


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৫

আপডেট:
১৭ জানুয়ারী ২০২৫ ১৮:০১


দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবারও মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস সূচক বাড়ল ডিএসইতে।

সূচকের পাশাপাশি গতকাল ডিএসইতে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।


বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩.১২ বেড়ে ৬ হাজার ১৫৩ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২.৪৩ বেড়ে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top