সিডনী রবিবার, ১৬ই জুন ২০২৪, ২রা আষাঢ় ১৪৩১

সংকটের মধ্যেও বেড়েছে মাথাপিছু আয়


প্রকাশিত:
২২ মে ২০২৪ ১৯:২০

আপডেট:
১৬ জুন ২০২৪ ১৪:০৮

 

দেশে চলতি ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার। এই প্রথম তিন লাখ ছাড়িয়েছে টাকার অঙ্কে। যা গত ২০২২-২৩ অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার। ফলে বছরের ব্যবধানে ৩৫ ডলার বেড়েছে মাথাপিছু আয়।

গতকাল সোমবার জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো -বিবিএস।

বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৮৪ ডলার হয়েছে, যা গত অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার। ফলে বছরের ব্যবধানে ৩৫ ডলার বেড়েছে। বর্তমানে টাকার হিসেবে মাথাপিছু আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা, যা গত অর্থবছরে ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।

এছাড়ে এ বছরের প্রথম সাত মাসে সার্বিক জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৮২ শতাংশ, যা গত অর্থবছরের প্রাথমিক হিসাবে ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি অর্থবছর বেড়েছে বিনিয়োগ ও সঞ্চয়। জানুয়ারি শেষে বিনিয়োগ বেড়ে হয়েছে ৩০ দশমিক ৯৮ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩০ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া একই সময়ে দেশজ সঞ্চয় বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৬১ শতাংশে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top