সিডনী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৩শে ভাদ্র ১৪৩১

জাতীয় রফতানি ট্রফির স্বর্ণপদক পেলেন সিআইপি মেজবাহ উদ্দিন


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪ ২৩:৪৬

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৫:১৮

ছবি: সংগৃহীত

 

তৈরী পোশাক রফতানির মাধ্যমে ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় খ্যাতিমান পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান উইন্ডি এপারেলস লিমিটেড জাতীয় রফতানি ট্রফি স্বর্ণপদক লাভ করেছে।

রোববার (১৪ জুলাই) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় রফতানি ট্রফির স্বর্ণপদক গ্রহণ করেন উইন্ডি এপারেলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেজবাহ উদ্দিন খান সিআইপি।


উইন্ডি এপারেলস উইন্ডি গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে উইন্ডি এপারেলস সফলতার সাথে তৈরী পোশাক রফতানি করে আসছে। এ দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বফূর্ণ ভূমিকা পালন করে আসছে, পাশাপাশি উইন্ডি গ্রুপ বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছে। বর্তমানে উইন্ডি গ্রুপে প্রায় ১৫ হাজার লোক কর্মরত রয়েছে।

স্বর্ণপদক গ্রহণের মেজবাহ উদ্দিন খান বলেন, ‘এ পুরস্কার আমাদের অনুপ্রাণীত করেছে, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে আরো অধিকতর ভূমিকা রাখতে আমাদের দায়িত্ববোধকে বাড়িয়ে দিয়েছে।’


তিনি আরো বলেন, ‘বিশ্বে বাংলাদেশী তৈরী পোশাকের নতুন নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ২০৩০ সালের মধ্যে ২৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের রফতানি বাজার তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’


মেজবাহ উদ্দিন খান রফতানিতে খাতে অবদানের জন্য বহুবার সিআইপি নির্বাচিত হন। তিনি অতি সম্প্রতি অনুষ্ঠিত বিজিএমইএ-এর নির্বাচনে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হন।

ফেনীর সস্তান সিআইপি মেজবাহ উদ্দিন খান নিজ এলাকা সোনাগাজীতে শিক্ষা-উন্নয়নসহ নানাবিধ সমাজকর্ম পরিচালনা করেন। তিনি ঢাকাস্থ সোনাগাজী সমিতির সহ-সভাপতি, শিক্ষা বৃত্তি কমিটির আহ্বায়ক ও প্রধান পৃষ্ঠপোষক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top