বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে সহায়তা করতে আগ্রহী যুক্তরাজ্য: অর্থ উপদেষ্টা
প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৪ ১২:৩৪
আপডেট:
২৮ আগস্ট ২০২৪ ১৩:০৩
দেশের আর্থিক খাত সংস্কারে যুক্তরাজ্য প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ২৭ আগস্ট, মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ব্যবসার পরিবেশ উন্নতি করতে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে, তার পাশে থাকবে যুক্তরাজ্য সরকার।
এরপর সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যবসার পরিবেশ সহজ করা সরকারের লক্ষ্য। ইতোমধ্যে ব্যবসার পরিবেশ সংস্কারে কাজ করছে সরকার। এ জন্য আগে পুঁজিবাজার, ব্যাংকিং খাতসহ আর্থিক খাতের সংস্কার করা হবে। এগুলো আমাদের অগ্রাধিকার। যুক্তরাজ্যও এসব সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: