সিডনী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

ইসলামী ব্যাংকের ১৩১.৮৯ কোটি শেয়ার জব্দ


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৪ ১২:৩১

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৯

এস আলম গ্রুপের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের মোট ১৩১.৮৯ কোটি শেয়ার জব্দ করা হয়েছে। এটি এই ব্যাংকের মোট শেয়ারের ৮১. ৯২ শতাংশ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংক সেপ্টেম্বর মাসের শেয়ারধারণ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ৭ অক্টোবর, সোমবার ব্যাংকটির ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ইসলামী ব্যাংক জানিয়েছে, ২৪ আগস্ট বিএসইসির জারি করা আদেশের পরে শেয়ারগুলো জব্দ করা হয়েছে।

২০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএসইসি এই আদেশ দেয়। কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ ছয় ব্যক্তির মালিকানাধীন শেয়ার এবং গ্রুপের সঙ্গে যুক্ত ৫৬টি প্রতিষ্ঠানের মালিকানা জব্দ করার জন্য বিএসইসিকে অনুরোধ করেছিল।

বর্তমানে ইসলামী ব্যাংকের মাত্র ১৮ .৪০ কোটি শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের জন্য রয়েছে। এটি ব্যাংকের মোট শেয়ারের ১১.৪৩ শতাংশ।

এদিকে ৮ অক্টোবর, মঙ্গলবার ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ছিল ৫৬.৮০ টাকা। এই দরে এস আলমের কাছে থাকা মোট শেয়ারের মূল্য হয় ৭ হাজার ৪৯১ কোটি টাকা।

উল্লেখ্য, ২২ আগস্ট প্রায় ৭ বছর পর ইসলামী ব্যাংক বিতর্কিত এস আলম গ্রুপের কবল থেকে মুক্ত হয়। বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের কার্যক্রম তত্ত্বাবধানের জন্য একটি নতুন পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ নিয়োগ করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top