সিডনী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে শতভাগ ডিজিটাল গেট ফি, গাড়ি প্রবেশে লাগবে মাত্র ২ মিনিট


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৪ ১৩:২৫

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯

পণ্যবাহী যানবাহনের জট কমানো এবং বন্দর কার্যক্রমে আরও গতি আনার লক্ষ্যে নভেম্বরের শেষদিকে সম্পূর্ণ ডিজিটাল গেট ফি প্রদান ব্যবস্থা চালু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর।

পণ্যবাহী গাড়ি চলাচলে এ বন্দরের গেট ফি প্রদান কার্যক্রম ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছিলো ২০২১ সালের জুলাইয়ে। কিন্তু নানা জটিলতায় গাড়ি প্রবেশের এই ডিজিটাল কার্যাক্রম সফল হয়নি।

তবে এই কার্যক্রম গ্রহণের তিন বছর পর আবারও পুরোদমে চালু হতে যাচ্ছে ডিজিটাল গেট ফি সিস্টেম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রত্যাশা, চলতি নভেম্বরের শেষ সপ্তাহে এই কার্যক্রম পুরোপুরি ডিজিটালাইজড করা হবে।


বর্তমানে প্রতিটি গাড়ি বন্দরে প্রবেশের ফি বাবদ ৫৭.৫০ টাকা পরিশোধ করতে হয়। বন্দর গেটে এসে ম্যানুয়ালি এ ফি পরিশোধে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট। এতে বন্দরে গাড়ি প্রবেশে দীর্ঘ জট লেগে যায়।

নতুন ডিজিটাল ব্যবস্থায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বন্দর গেটে আসার আগে যেকোনো স্থান থেকে এন্ট্রি ফি পরিশোধ করতে পারবেন গাড়িচালকরা। টাকা পরিশোধের কাগজপত্র দেখিয়ে ১ থেকে ২ মিনিটের মধ্যেই বন্দরে প্রবেশ করতে পারবেন গাড়ি নিয়ে।

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে প্রতিদিন প্রায় ৮ হাজার গাড়ি চলাচল করে। ডিজিটাল ব্যবস্থায় প্রবেশ ফি প্রদান চালুর পর পণ্যবাহী যানবাহনের জন্য স্বচ্ছ ও সুষ্ঠু প্রবেশ প্রক্রিয়া নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিচালিত হয় টার্মিনাল অপারেটিং সিস্টেম-এর (টস) মাধ্যমে। টস সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে এই ডিজিটাল গেট ফি সিন্টেম। নতুন নিয়মে প্রবেশ ফি একই থাকবে বলে জানান বন্দরের কর্মকর্তারা। ফি প্রদানের কাগজপত্র দেখিয়ে যানবাহন সরাসরি বন্দর ইয়ার্ডে প্রবেশ করতে পারবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (সিকিউরিটি) লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ইতিমধ্যে আংশিকভাবে ডিজিটাল এন্ট্রি চালু হয়েছে। এর মধ্যে কিছু ফিডব্যাক আসছে, সেগুলো তারা সমাধানের চেষ্টা করছেন।

'নভেম্বরের তৃতীয় সপ্তাহে শতভাগ জিজিটাল গেট ফি সিস্টেমের আওতায় চলে আসবে,' বলেন তিনি।

গাড়ি প্রবেশ সিস্টেম ডিজিটাল করতে বন্দরে পণ্য পরিবহনে নিয়োজিত প্রায় ১ লাখ ট্রাকচালক ও হেলপারের ছবি দিয়ে বন্দর সফটওয়্যারে তথ্য নিবন্ধনের আওতায় আনা হয়েছে। এটি পুরোপুরি চালু হলে বন্দর প্রবেশে সময়ক্ষেপণ ও যানজট কমে যাবে বলে আশা করা হচ্ছে।

২০১২ সালে চট্টগ্রাম বন্দরের কম্পিউটারাইজড কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস) উদ্বোধনের মাধ্যমে কনটেইনার হ্যান্ডলিংয়ে ডিজিটাল যুগে প্রবেশ করে চট্টগ্রাম বন্দর। পরে সিটিএমএসকে আপগ্রেডেশনের মাধ্যমে টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) করা হয়।

টস অনলাইন পেমেন্ট ফর গেট টিকেট ২০২১ সালে চালু হলেও চালক ও হেলপারদের অনলাইনে গেটপাস নেওয়া ও পেমেন্ট দেওয়ার বিষয়টি পরিচিত করতে সময় লেগেছে।

এখন ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদেরও তাদের নিয়োজিত গাড়িকে অনলাইনে গেটপাস নিতে জানিয়ে দেওয়া হয়েছে। এটি ২০টি সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে চালু হয়েছে। পর্যায়ক্রমে নভেম্বরের মধ্যেই সব সিঅ্যান্ডএফের গাড়ির ইপেমেন্ট গেটপাস ইস্যুর পরিকল্পনা রয়েছে বন্দর কর্তৃপক্ষের।

বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ বলেন, বন্দরের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। 'বন্দর গেটে আসার আগেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এন্ট্রি ফি পরিশোধ করেই কাগজপত্র দেখিয়ে সরাসরি বন্দরে প্রবেশ করা যাবে।'

তবে মাঠপর্যায়ে বন্দরের বিভিন্ন গেটে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের অনলাইন পেমেন্টের গেটপাস বিষয়ে স্পষ্ট ধারণা রাখার ওপর জোর দেন তিনি।

পরিবহন শ্রমিকরা আশা প্রকাশ করেন, ডিজিটাল সিস্টেম চালু হলে আনঅফিশিয়াল চার্জ ও হয়রানি দূর হবে। আগে চালকদের অভিযোগ ছিল, প্রবেশ ফি পরিশোধ সত্ত্বেও অতিরিক্ত অর্থ প্রদানের জন্য তাদেরকে চাপ দেওয়া হতো।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, 'অনলাইন অটোমেশনকে আমরা সবসময় স্বাগত জানাই। এটি পুরোদমে বাস্তবায়ন করা গেলে পরিবহন-সংক্রান্ত কাজ অনেক সহজ ও দ্রুত হবে।'


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top