সাবধানতা অবলম্বন না করলে তারল্য সংকট বাড়ার আশঙ্কা
প্রকাশিত:
২২ মে ২০১৮ ০৩:২৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

ব্যাংকিং ব্যবসায় যথাযথ সাবধানতা অবলম্বন না করলে তারল্য সংকট আরো বাড়ার আশংঙ্কা রয়েছে বলে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মিলনায়তনে ‘ট্রেজারি অপারেশনস অব ব্যাংকস’ শীর্ষক বার্ষিক পর্যালোচনা কর্মশালায় উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের প্রবৃদ্ধি যে হারে বাড়ছে তার চেয়ে অনেক কম হারে বাড়ছে আমানত। ২০১৫ সালের জুনে ঋণের প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৭ শতাংশ আর একই সময়ে আমানতের প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৬ শতাংশ। ২০১৭ সালের ডিসেম্বরে ঋণের প্রবৃদ্ধি ১৮ দশমিক ১ শতাংশ, সেখানে আমানতের প্রবৃদ্ধি ১০ দশমিক ৬ শতাংশ। এ অবস্থা চলতে থাকলে তারল্য সংকট আরো বাড়বে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: