সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

চার শতাধিক ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য চেয়েছে দুদক


প্রকাশিত:
২ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০০:১৭

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: অবৈধ সম্পদের মালিক হওয়া ব্যক্তিদের ধরতে বাংলাদেশ ব্যাংকের কাছে এবার চার শতাধিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে আজ দুদক থেকে চিঠি গিয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে।

জানা যায়, গত মাসে ঢাকার ক্রীড়া ক্লাবগুলোতে পুলিশ-র‌্যাবের অভিযানে ক্যাসিনো চালানোর বিষয়টি ধরা পড়ার পর চলমান ‘শুদ্ধি অভিযানের’ অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে এ সকল একাউন্টের তথ্য চেয়েছে দুদক।

এগুলোর লেনদেন সংক্রান্ত তথ্য চেয়ে রবিবার দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান বিএফআইইউ’র মহাব্যবস্থাপককে চিঠি পাঠিয়েছেন বলে দুদকের জনসংযোগ বিভাগ থেকে জানা যায়।

চিঠিতে বলা হয়, ‘চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ঘুষ, সরকারি অর্থ আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত অনুসন্ধান-মামলা চলমান রয়েছে।’

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য সূত্রে জানা যায়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চলমান দুর্নীতিবিরোধী অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত চার শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দুদকের সুষ্ঠু অনুসন্ধান ও তদন্তের স্বার্থে জব্দ করা ওই চার শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বিবরণী ও প্রকৃত আর্থিক লেনদেনের তথ্য জরুরি ভিত্তিতে সরবরাহ করার জন্য চিঠিতে অনুরোধ জানিয়েছেন দুদক মহাপরিচালক সাঈদ মাহবুব খান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top