সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে ভয়াবহ দরপতন নিয়ে অর্থমন্ত্রীর বৈঠক আজ


প্রকাশিত:
১৬ মার্চ ২০২০ ০৫:৪১

আপডেট:
১৬ মার্চ ২০২০ ১৭:০৭

ফাইল ছবি

প্রভাত ফেরী: আর্থিক খাতের নাজুক অবস্থা এবং শেয়ারবাজারে ভয়াবহ দরপতন থেকে উন্নয়নের লক্ষ্যে আজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বিকাল সাড়ে ৪টায় আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় সভাপতিত্ব করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গেছে, শেয়ারবাজার টেনে তুলতে স্টেকহোল্ডারদের একটি অংশের দাবির পরিপ্রেক্ষিতে এবং সরকারের ওপর মহলের হস্তক্ষেপে গত ১০ ফেব্রুয়ারি পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয়া হয়।

নিজস্ব উৎস অথবা ট্রেজারি বিলবন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো এ তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক থেকে ৫ শতাংশ সুদে এ তহবিলের অর্থসংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো, যা পরিশোধের সময় থাকবে পাঁচ বছর। ব্যাংকগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে এ তহবিল থেকে ঋণ দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া এ সুবিধার পর এক মাসের বেশি সময় কেটে গেলেও তহবিল গঠনে ব্যাংকগুলোর পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। এক মাসে মাত্র তিনটি ব্যাংক তহবিল গঠন করেছে।

ব্যাংকগুলোর তহবিল গঠনে এমন গড়িমসিতে শেয়ারবাজারে দরপতন হচ্ছে বলে অভিযোগ বাজার-সংশ্লিষ্টদের। এর মধ্যে গত সপ্তাহের একাধিক দিন বড় দরপতন হওয়ায় বিনিয়োগকারীদের বিনিয়োগের অর্থের পরিমাণ ১৬ হাজার কোটি টাকা কমে। আজও (রোববার) শেয়ারবাজারে বড় দরপতনে দিন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

বৈঠকে শেয়ারবাজারের উন্নয়ন কীভাবে করা সম্ভাব— সে বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ব্যাংক ঋণে আগামী এক এপ্রিল থেকে সুদহার ৯ শতাংশ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। সে বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top