টাইমস টোয়েন্টিফোর টিভির অস্ট্রেলিয়া ব্যুরো প্রধান হিসেবে আব্দুল মতিনের নিয়োগ
প্রকাশিত:
১৬ মে ২০২০ ২২:০১
আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০৯:২৭

প্রভাত ফেরী: টাইমস টোয়েন্টিফোর টিভির অস্ট্রেলিয়া ব্যুরো প্রধান হিসাবে নিয়োগ পেলেন সিডনী বসবাসরত প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আব্দুল মতিন। সম্প্রতি টাইমস টোয়েন্টিফোর টিভির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইমরুল কায়সার তাকে এই দায়িত্ব প্রদান করেন। প্রসঙ্গত তিনি ২০০৩ সাল থেকেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।
জানা যায়, ১৯৮৯ সালে মুসলিম সাংবাদিকতার পথিকৃত মাওলানা আকরাম খাঁ সম্পাদিত তৎকালীন দৈনিক আজাদ পত্রিকা দিয়ে নিজের সাংবাদিকতা ক্যারিয়ার শুরু করেন আব্দুল মতিন। ১৯৯১ সালে তিনি দি ডেইলি স্টার পত্রিকার গাজীপুর প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন এবং টংগী থেকে প্রকাশিত সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এরপরে ১৯৯৬ সালে দৈনিক আবির্ভাব পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে যোগদান করেন আব্দুল মতিন। পরবর্তীতে একই গ্রুপ থেকে প্রকাশিত দি ডেইলি ডিসক্লোজার পত্রিকার চিফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেন মতিন। ২০০০-২০০৩ সাল পর্যন্ত তিনি মাগুরা গ্রুপের (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেণ্ট গ্রুপ) প্রধান জনসংযোগ কর্মকর্তা পদে এবং দক্ষতার সাথে নর্থ টাউন আবাসিক প্রকল্পের `প্রকল্প প্রধান` হিসেবে দায়িত্ত পালন করেন।
অস্ট্রেলিয়ায় আসার পর ২০১২ সালের শুরুতে অস্ট্রেলিয়ায় থেকে বাংলা ও ইংরেজী ভাষায় প্রচারিত বিদেশবাংলা২৪ ডট কম ও পরবর্তীতে একই বছরের শেষের দিকে এবিসি বাংলা ডট নেট নামে দুইটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
বর্তমানে আব্দুল মতিন সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের (বিজেআরএফ) শিক্ষা ও গবেষণা সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: