সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


বাংলাদেশেও জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সামাজিক সাহায্য


প্রকাশিত:
১৯ মে ২০২০ ১৯:৫৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৩:১৮

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে উদ্ভত পরিস্থিতিতে জিয়া ফোরাম অস্ট্রেলিয়া সিডনীতে তাদের সামাজিক সহযোগিতা অব্যহত রেখেছে এবং এর পাশাপাশি প্রিয় মাতৃভুমি বাংলাদেশের বিপন্ন মানুষের মাঝেও তাদের ত্রান তৎপরতা শুরু করেছে।।

সিডনীতে বসবাসকারী বিশেষ করে যারা এখানে স্থায়ী ভাবে বসবাসের জন্য আইনী লড়াই করে যাচ্ছন অথবা মেধাবী ছাত্র যারা এখানে এসেছেন পড়াশুনা করতে তাদের অবস্থা অত্যন্ত সংগীন।


জিয়া ফোরাম অস্ট্রেলিয়া তাদের সামাজিক অবস্থানের কথা বিবেচনা করে তাদের বাসায় যেযে যেয়ে সামাজিক সাহায্য প্রদান করছে। এর পাশাপাশি তারা আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশের নিরন্ন মানুষের মাঝেও ত্রান বিতরনের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসাবে তারা আজ আশুগন্জে ২০০জন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে। তারা এই সাহায্য ভবিষ্যতেও অব্যহত রাখতে চায় আর এর জন্য প্রয়োজন প্রবাসে অবস্থানরত বিত্তশালীদের ঐকান্তিক সহযোগিতা। আমাদের ছোট ছোট সহযোগিতা যোগান দিতে পারে প্রিয় মাতৃভুমির হাজার হাজার ক্ষুধার্ত মানুষের ক্ষুধার অন্ন।

সহযোগিতার জন্য
Society cheque account
BSB 062-334
Account 11579261

যোগাযোগ:
-0411 688 404
-0433 541 380
-0444 530 080
-0401582004


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top