সিডনিতে নির্মিত স্বদেশ এন্টারটেইনমেন্টের নতুন গানচিত্র 'এইবার যদি ফিরে আসি'
প্রকাশিত:
২১ জুন ২০২০ ২৩:০২
আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০৯:৪২

যদিও সারা বিশ্বে চলছে করোনা মহামারির আতঙ্ক, তবুও কি থামিয়ে রাখা যাবে মানুষের জীবনের গতি! জীবন চলে তার নিজের গতিতে, হয়তো ছন্দ পতন হয়। মহামারির এই সংকটে কিছুটা স্থবিরতা এসেছে বিনোদন জগতেও। তবে আশার কথা হচ্ছে কিছু কিছু প্রযোজনা প্রতিষ্ঠান সংকটকে মোকাবিলা করেই কাজ করে যাচ্ছে। এ রকমই একটি প্রযোজনা প্রতিষ্ঠান 'স্বদেশ এন্টারটেইনমেন্ট'।
প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সাল আজাদের প্রযোজনায় সম্প্রতি সিডনিতে একটি গানচিত্রের শুটিং সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটির একটি টিম।
'এইবার যদি ফিরে আসি' শিরোনামে গানচিত্রটির গানের কথা লিখেছেন আরিফুর রহমান, সুর ও কন্ঠ ফয়সাল চৌধুরী এবং সংগীত পরিচালনা করেছেন মাহমুদুল হাসান। গানচিত্রটিতে (মিউজিক ভিডিও) জায়েদ রিজওয়ানের পরিচালনায় মডেল হিসেবে অভিনয় করেন সাদী, রুপন্তি ও মাসুদুর রহমান।
এছাড়া লাইন প্রোডিউসার হিসেবে ছিলেন ফকরুল রিয়া এবং শুটিংয়ে সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদের দাবিদার মাহফুজ আহমেদ।
গানচিত্রটি সম্পর্কে জানতে চাইলে প্রযোজক ফয়সাল আজাদ বলেন, 'স্বদেশ এন্টারটেইনমেন্ট' সব সময় নতুন কিছু করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। গানের কথা ও সুর খুবই ভালো হয়েছে। আশা করি দর্শকের মন জয় করতে পারবে।
তিনিও আরো বলেন, ইতোমধ্যেই সিডনির দৃষ্টিনন্দন জায়গায় গানচিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। এবং খুব শীঘ্রই গানচিত্রটি ইউটিউবে মুক্তি দেয়া হবে।
উল্লেখ্য, 'স্বদেশ এন্টারটেইনমেন্ট' বাংলাদেশের টিভি নাটক নিয়ে কাজ করে ইতোমধ্যেই দর্শকের হৃদয় জয় করে নিয়েছে। প্রতিষ্ঠানটি একের পর এক সফল প্রযোজনা নিয়ে দর্শকের সম্মুখে হাজির হচ্ছে। তারই ধারাবাহিকতায় নতুন গানচিত্র নিয়েও আশাবাদী নির্মাতারা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: