সিডনিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২০ ২১:৪৩
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ০৭:০৮

Together we are one এর ব্যানারে অনেক দিন পর সিডনিতে অনুষ্ঠিত হলো জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান । এতদিন COVID-19, এর জন্য মানুষের স্বাভাবিক জীবন যাএা যেমন ব্যাহত হচ্ছিল তেমনি সাংস্কৃতিক অঙ্গনেও নেমে এসেছিল স্থবিরতা। বর্তমানে সিডনিতে COVID-19 এর প্রকোপ নেই বললেই চলে। আর এই সুযোগে COVID 19 এর সকল নিয়মাবলী মেনে Together we are ONE এর অনুষ্ঠানটি যেন সোটাইটির সবার মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছিলো। ক্যান্টারবুরী ব্যাংকসটাউন সিটি কাউন্সিল এর সহযোগীতায় ল্যাকাম্বার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এর মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলো Teleaus নেট ওয়ার্ক কোম্পানি। সাথে আরা ছিলো সোলার ওয়ার্ল্ড পাওয়ার কোম্পানি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মেয়র খাল আসফাউর, নিউসাউথ ওয়েলস পার্লামেন্টের এমপি জিহাদ দিব প্রাক্তন কাউন্সিলর শাহে জামান টিটু, লায়নস ক্লাব অব সিডনি সাউথ এর প্রেসিডেন্ট ডা: মাইনুল ইসলাম, ফাগুন হাওয়ার চেয়ার পার্সন তিশা তানিয়া, ওমেন কাউন্সিলের সানজিদা আক্তার, ওয়ালী পার্ক ওমেন্স ক্লাবের মাহমুদা বেগম, জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার উপদেষ্টা ড. হুমায়ের চৌধুরী রানা, হায়দার আলী প্রমুখ। আয়োজকের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল ইকবাল, জাকির আলম লেনিন, আশরাফুল আলম, মিতা কাদরী, মাহমুদা বেগম, তাফতুন নাঈম নিতু, মন্জুরুল হক আলমগীর, ফরিদ মিয়া মোস্তাফিজুর রহমান সহ অনেকে।
Covid-19 এর নিয়ম নীতি কিছুটা শিথিল হওয়ায় পুরো হল ভর্তি দর্শকদের উপস্হিতি ছিলো চোখে পড়ার মত আর এতে অনুষ্ঠানে বাংলাদেশীয় ছাড়া নেপাল ও ইন্ডিয়ানদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বটি ছিল অনবদ্য। গান, নাচ এর পাশাপাশি ফ্যাশন শো ছিলো উপভোগ্য। সর্বশেষে কাউন্সিলর নাজমুল হুদা বাবুর সৌজন্য র্যাফেল ড্র’ র আয়জোন করা হয় আর এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন সানজিদা আক্তার ও শাহে জামান টিটু।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: